জুলাই ৩০, ২০২১ ১২:১৫ Asia/Dhaka
  • রেডিও তেহরানের প্রচার-কর্মসূচী: সিলেটে সার্ক রেডিও ক্লাবের বৃক্ষরোপণ

সিলেট সদর উপজেলার শাহপরান বাহুবলে রেডিও তেহরানের প্রচার কর্মসূচীর অংশ হিসেবে ‘বাংলাদেশ-ইরান মৈত্রী’ শিরোনামে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরাণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

ক্লাবের সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ও উন্নয়নসংস্থা সীমান্তিকের চেয়ারম্যান মাজেদ আহমেদ চঞ্চল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল। 

প্রধান অতিথির বক্তব্যে মাজেদ আহমেদ চঞ্চল বলেন, “বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ একটি মহৎ উদ্যোগ। উন্নত পরিবেশ ও নির্মল অক্সিজেনের জন্য বৃক্ষের বিকল্প নেই। আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হলে আমাদের চারপাশে বৃক্ষরোপণ করে পরিবেশকে সবুজ করে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে দিদারুল ইকবাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি পরিবেশ রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি সুন্দর পরিবেশ গড়ে তোলার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সফলের আহ্বান জানান।

দিদারুল ইকবাল আরো বলেন, “রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ও ইরানের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অপরদিকে ইথারের মাধ্যমে দু’দেশের মধ্যে তথ্য বিনিময়ের জন্য সাউথ এশিয়া রেডিও ক্লাবের শাহপরাণ শাখা যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার।”

ক্লাবের সভাপতি মখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, “ইরানের আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান বাংলা বিভাগের সাথে বাংলাদেশের শ্রোতাদের আকাশপথে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ইথারের মাধ্যমে দু’দেশে তথ্য, বিনোদন ও সংস্কৃতি আদান-প্রদান হচ্ছে। আমরা বাংলাদেশ ইরানের এই মৈত্রী সম্পর্ককে স্মৃতিময় করে রাখতে ‘বাংলাদেশ-ইরান মৈত্রী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি’ গ্রহণ করেছি।”

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ক্লাবের নেতৃবৃন্দ ‘বাংলাদেশ-ইরান মৈত্রী’ শিরোনামে কয়েকটি কাঠাল, জাম, পেয়ারা, আম, কদম বৃক্ষ রোপন করেন এবং স্থানীয়দের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক-১ ফয়ছল আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য সাওন হোসেন সাহেল, ব্যবসায়ী আব্দুল হালিম চারু, মাস্টার মো: সিরাজ উদ্দীন, মাস্টার মো: শওকত উদ্দিন চৌধুরী, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: আব্দুস সালাম, হৃদয়ে জকিগঞ্জ সংগঠনের সাধারণ সম্পাদক মো: রুহুল লস্কর, মো: আব্দুল বারি, তারেক আহমদ, মো: মঈনুল হক, মো: কাশেম চৌধুরী, মো: মাহবুবুল আলম, সাকিবুল ইসলাম সাকিব, সাউথ এশিয়া রেডিও ক্লাবের ক্ষুদে সদস্য লাবীব ইকবাল ও মাহফুজুর রহমান প্রমুখ।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার 'বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি'-তে কিছু চারা দিয়ে সহযোগিতা করেছেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হার্টিকালচার উইং।#  

 

সংবাদপ্রেরক,

তাছলিমা আক্তার লিমা

ভাইস-চেয়ারম্যান, সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ