আগস্ট ০২, ২০২১ ১৮:৩৭ Asia/Dhaka
  • সংসদের অধিবেশন
    সংসদের অধিবেশন

ভারতে ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতার ঘটনাকে কেন্দ্র করে সংসদে বিরোধী এমপিদের হইচই ও হট্টগোলের ফলে কার্যক্রম ব্যাহত হয়েছে।

আজ (সোমবার) ওই ইস্যুতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার কাজকর্ম কয়েক দফায় স্থগিত হওয়ার পরে অবশেষে আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১ টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।   

আজ বিরোধী এমপিদের হট্টগোলের ফলে লোকসভার কার্যক্রম প্রথমে দুপুর ১২ টা পর্যন্ত, তারপরে দুপুর ২ টা এবং এরপরে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত স্থগিত করতে হয়। কিন্তু এরপরেও হট্টগোল না থামায় দিনভরের জন্য অধিবেশনের কাজকর্ম স্থগিত করে দেওয়া হয়।  

একইভাবে, রাজ্যসভার কার্যক্রমও দুপুর ১২ টা, পরবর্তীতে দুপুর ২ টা ৩৬ মিনিটে, এরপরে বিকেল ৩ টা ৩৬ মিনিট পর্যন্ত স্থগিত করে দিতে হয়। পরবর্তীতে অবস্থার পরিবর্তন না হলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১ টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করে দেওয়া হয়।  

গত ১৯ জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে  কিন্তু পেগাসাস, কৃষি আইন ইত্যাদি ইস্যুতে বিরোধী এমপিদের হইচই ও প্রতিবাদের ফলে অনেক সময় নষ্ট হয়েছে।   

এরআগে, আজ লোকসভার স্পিকার ওম বিড়লা হট্টগোল সৃষ্টিকারী এমপিদের উদ্দেশ্যে বলেন, দু’সপ্তাহ ধরে সংসদের কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশের মানুষের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। এই হাউসটি মানুষের সমস্যা এবং অভাব-অভিযোগ তুলে ধরার জন্য। আপনারা সংসদের সম্মানিত সদস্য, আপনাদের আচরণ ও ব্যবহার দেশ এবং সমাজকে দিকনির্দেশনা দেওয়ার জন্য হোক। আপনারা স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। এটি সংসদের মর্যাদা এবং সাংবিধানিক ঐতিহ্যের জন্য উপযুক্ত নয়। 

অন্যদিকে, আজ বিরোধী এমপিরা ‘গোয়েন্দাগিরি করবেন না’, ‘স্বৈরতন্ত্র চলবে না চলবে না’, ‘ মোদি-শাহ চলবে না চলবে না’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করলে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্ল্যাকার্ড প্রদর্শনের মধ্যদিয়ে হট্টগোল সৃষ্টিকারী এমপিদের নাম প্রকাশ্যে আনা হবে বলেও সতর্ক করেন। কিন্তু তাতেও অবস্থার বিশেষ পরিবর্তন না হওয়ায় অবশেষে দিনভরের জন্য অধিবেশন মুলতুবি হয়ে যায়।#

পার্সটুডে/এমএএচইচ/ আবুসাঈদ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ