জুন ২০, ২০২১ ১৬:৪৬ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে শুভেচ্ছা জানিয়ে ইরানজুড়ে এখনো চলছে আনন্দ মিছিল। নির্বাচনে রায়িসির বিজয় নিশ্চিত হওয়ার পরপরই ইরানি সাধারণ জনগণ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল করেন।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের নির্বাচনে ২ কোটি ৮৬ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ইব্রাহিম রায়িসি পেয়েছেন ১ কোটি ৭৮ লাখ ভোট (৬২.২৩%), মোহসেন রেজায়ী ৩৩ লাখ (১১.৫৩ঃ), আব্দুন নাসের হেম্মাতি ২৪ লাখ (৮.৩৯%) ও আমির হোসেইন কাজিজাদেহ পেয়েছেন প্রায় দশ লাখ ভোট (৩.৪৯%)।  

সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও গতকালের এই নির্বাচনে তার প্রতি রক্ষণশীল শিবিরের ব্যাপক সমর্থন দেখা গেছে। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ