জুলাই ০৮, ২০২১ ২০:৩৩ Asia/Dhaka
  • নতুন সামরিক সরঞ্জাম
    নতুন সামরিক সরঞ্জাম

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল বিভাগের সাবেরিন ব্রিগেডে আজ (বুধবার) অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যুক্ত হয়েছে।

নানা ধরনের সামরিক সরঞ্জামের মধ্যে বিভিন্ন পাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র, বিভিন্ন মডেলের হেলিকপ্টার এবং ড্রোনও রয়েছে। আক্রমণের উপযোগী হেলিকপ্টার ও ড্রোন যেমন রয়েছে তেমনি আছে গোয়েন্দা ড্রোন ও হেলিকপ্টার।

আইআরজিসি’র পদাতিক ইউনিটের কাছে নতুন সামরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ অন্যান্য পদস্থ কমান্ডার উপস্থিত ছিলেন। এ সময় আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, প্রয়োজনে শত্রুর সূচনা বিন্দুতে আঘাত করে সব উলটপালট করে দেওয়া হবে।

সালামি

তিনি আরো বলেন, আইআরজিসি শত্রুর সূচনা বিন্দুতে আঘাত হানার কৌশলে বিশ্বাসী। এই বাহিনী নিজেরাই সমরাস্ত্র নির্মাণ করে তা ব্যবহার করে বলে তিনি জানান। এ সময় সিরিয়া, ইয়েমেন, লেবানন ও ইরাকে প্রতিরোধ সংগ্রামীদের সাফল্যের প্রশংসা করেন।

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ