জুলাই ১০, ২০২১ ১৮:১৬ Asia/Dhaka
  • ইরানের  লোরেস্তানের সেলসলেহ এবং ডেলফান এলাকার ধনিয়া গাছের ক্ষেত
    ইরানের লোরেস্তানের সেলসলেহ এবং ডেলফান এলাকার ধনিয়া গাছের ক্ষেত

ইরানে প্রচুর পরিমাণ ধনিয়া গাছের চাষ হয়, যা ব্রিটেনসহ বিশ্বের বহু দেশে রপ্তানি করা হয়।

ইরানের ধনিয়া গাছের পাতা ঔষধি পাতা হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। ইরানি এ পণ্যটি বাণিজ্যিকভাবে ব্যাপক সাড়া ফেলেছে। ইরানের এ ধনিয়া ব্রিটেন, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইউক্রেন, তুরস্কতে বেশি সাড়া ফেলেছে।

এখানে ইরানের  লোরেস্তানের সেলসলেহ এবং ডেলফান এলাকার ধনিয়া ক্ষেতের কিছু ছবি দেয়া হলো:

 

ট্যাগ