জুলাই ২৫, ২০২১ ১৩:১৭ Asia/Dhaka

টোকিও অলিম্পিকে বিশ্বচ্যাম্পিয়ন পোল্যান্ডকে হারিয়ে ভলিবলে শুভ সূচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পাঁচ সেটের নাটকীয় ম্যাচে ইরান শেষ সেটে জয় পেয়ে বিজয়ী দল হিসেবে মাঠ ছাড়ে।

পুল এ-তে নিজেদের প্রথম ম্যাচে ইরান খেলতে নেমেই হোঁচট খায়। তারা প্রথম সেটে পোল্যান্ডের কাছে ২৫-১৮ পয়েন্টে হেরে যায়। তবে দ্বিতীয় সেটে ইরানের খেলোয়াড়রা ঘুরে দাঁড়ান। এ সেটে তারা পোল্যান্ডকে ২৫-২২ পয়েন্টে হারিয়ে দেন। তৃতীয় সেটেও তারা একই ব্যবধানে পোল্যান্ডকে হারান।

পরপর দুই সেটে ইসলামি প্রজাতন্ত্র ইরানের যুবারা বিজয়ী হলেও চতুর্থ সেটে তারা পোল্যান্ডের কাছে ধরাশায়ী হন। ফলে পঞ্চম সেট জয়-পরাজয়ের নির্ধারণী সেটে পরিণত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সেটে শেষ পর্যন্ত এশিয়ার পাওয়ার হাউজ ইরান বিজয়ের হাসি হাসে। তারা শেষ সেটে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন পোল্যান্ডকে ২৩-২১ পয়েন্টে  হারায়।#

পার্সটুডে/এসআইবি/এআর/২৫

ট্যাগ