জুলাই ৩১, ২০২১ ১৮:০৮ Asia/Dhaka
  • ইরানে তৈরি হলো মধ্যপ্রাচের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ
    ইরানে তৈরি হলো মধ্যপ্রাচের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ

মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ‘আলবুর্জ টানেল’ নামে এই প্রকল্প বাস্তবায়ন করতে ইরান সরকার ১৬ কোটি ডলার ব্যয় করেছে।

গত (বৃহস্পতিবার) ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সুড়ঙ্গ পথের উদ্বোধন করেন। সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে। রাজধানী তেহরান থেকে কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে কম খরচে এবং সহজে যাতে ভ্রমণ করা যায় সেই লক্ষ্য নিয়ে এই দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে।#

পার্সটুডে/আবুসাঈদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ