আগস্ট ০৩, ২০২১ ০৮:১৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও রোমানিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ওমান সাগরে গত বৃহস্পতিবার রাতে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ওই দুই দেশ যেসব বক্তব্য দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সোমবার ব্রিটিশ দূতের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ইরানবিরোধী ভিত্তিহীন বক্তব্যে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তড়িঘড়ি করে কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই ব্রিটিশ মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তেহরান তা প্রত্যাখ্যান করছে এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে।

তিনি বলেন, ব্রিটিশ সরকার এর আগেও বহুবার প্রমাণ ছাড়া ইরানের বিরুদ্ধে হঠকারী অভিযোগ উত্থাপন করেছে। এসব অভিযোগ আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে আরো বলেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরান দায়ী নয় বরং এ অঞ্চলে বহিঃশক্তির সেনা ও যুদ্ধজাহাজের উপস্থিতির কারণে পারস্য উপসাগরে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন, ইরান সব সময় পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে।

ইসরাইলের এই জাহাজটি ওমান সাগরে হামলার শিকার হয় (হামলার আগের ফাইল ছবি)

এ সময় ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইরানের প্রতিবাদের কথা লন্ডনকে জানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।

এর আগে সোমবারই লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহসেন বাহারভান্দকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

এদিকে সোমবার রোমানিয়ার রাষ্ট্রদূতকে তলব করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমধ্যসাগর ও পূর্ব এশিয়া বিষয়ক মহাপরিচালক। তিনি ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন জাহাজে হামলায় ইরানকে দায়ী করে রোমানিয়া যে বক্তব্য দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানান। তিনি এ প্রতিবাদের কথা বুখারেস্টকে জানিয়ে দেয়ার জন্য রোমানিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবারের ওই হামলায় ইসরাইলি জাহাজের দু’জন ক্রু নিহত হন যাদের একজন রোমানিয়ার নাগরিক। রোববার কোনো প্রমাণ উপস্থাপন ছাড়া আমেরিকা ও ব্রিটেন ওই হামলার জন্য ইরানকে দায়ী করে বক্তব্য দেয়ার পর সোমবার রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে। এর প্রতিবাদ জানিয়ে রোমানিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ইরান।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ