আগস্ট ০১, ২০২১ ১২:৩৩ Asia/Dhaka
  • ইরাকি সেনা ও হাশদ আশ-শাবির দায়েশ-বিরোধী অভিযান (ফাইল ফটো)
    ইরাকি সেনা ও হাশদ আশ-শাবির দায়েশ-বিরোধী অভিযান (ফাইল ফটো)

ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের গ্রামাঞ্চল থেকে তাকফিরি সন্ত্রাসবাদী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি। দিয়ালা প্রদেশের সঙ্গে প্রতিবেশী ইরানের সীমান্ত রয়েছে।

অভিযানের কমান্ডার তালিব অল-মুসাভি এক বিবৃতিতে বলেছেন, তার বাহিনীর যোদ্ধারা এরইমধ্যে দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার উত্তরাঞ্চলে পৌঁছে গেছে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে বাকুবা শহরের দূরত্ব ৫০ কিলোমিটার।

তিনি বলেন, হামরিন উপত্যকায় একটি এলাকা থেকে এরইমধ্যে হাশদ আশ-শাবির যোদ্ধারা অভিযান চালিয়ে দায়েশকে হটিয়ে দিয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় লোকজনের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল দায়েশ সন্ত্রাসীরা। তিনি জানান, অভিযান সফলভাবে সম্পন্ন করেছে তার বাহিনী।

ইরাকের একটি শহরে দায়েশ সন্ত্রাসীদের বোমা হামলা (ফাইল ফটো)

এদিকে, ইরাকের মধ্যাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের একটি এলাকায় দায়েশ সন্ত্রাসীদের অনুপ্রবেশ ব্যর্থ করেছে হাশদ আশ-শাবি। অভিযানের পর ওই এলাকায় স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। এর একদিন আগে সালাহউদ্দিন প্রদেশের বালাদ জেলায় একটি দাফন অনুষ্ঠানে দায়েশ সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১

ট্যাগ