জুলাই ৩১, ২০২১ ১১:৩৯ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

রাশিয়া বলেছে, মূল পরমাণুর সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় ইরান ও পাঁচজাতি গোষ্ঠীর মধ্যে আলোচনা শুরু হয়েছে; এর চেয়ে কম নয়, বেশিও নয়।

ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গতকাল (শুক্রবার) এই মন্তব্য করেছেন।

পরমাণু সমঝোতার আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোকে মূল লক্ষ্য থেকে সরে না যেতে এবং নতুন কোনো কিছু এর সাথে যুক্ত না করার আহ্বান জানান তিনি। উলিয়ানভ বলেন, আলোচনায় অংশগ্রহণকারী সবাইকে খেয়াল রাখতে হবে যেন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এমন ধারণার সৃষ্টি না হয় যে, তাদের প্রচেষ্টার কারণে আসল লক্ষ্য থেকে সরে গিয়ে নতুন কিছু যোগ করা সম্ভব হয়েছে।

কাজেম গরিবাবাদি

এর আগে ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছিলেন, ভিয়েনা আলোচনায় অপ্রাসঙ্গিক কোন ইস্যু নিয়ে তেহরান আলোচনা করবে না।

কাজেম গরিবাবাদি আরো বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো এখনো মনে করে তাদের হস্তক্ষেপে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবের মতো অপ্রাসঙ্গিক ইস্যুগুলো নিয়ে ভিয়েনায় আলোচনা হবে।#

পার্সটুডে/এসআইবি/৩১

ট্যাগ