আগস্ট ০১, ২০২১ ১৩:১৫ Asia/Dhaka
  • হাফিজের কিপটে বোলিংয়ে পাকিস্তানের জয়
    হাফিজের কিপটে বোলিংয়ে পাকিস্তানের জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাবর আজমের দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

শনিবার রাতে গায়ানায় টসে হেরে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তোলে পাকিস্তান। হাফ সেঞ্চুরির দেখা পান বাবর আজম। ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন তিনি। ৩৬ বলে ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। উইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট শিকার করেছেন ডোয়াইন ব্রাভো।

১৫৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায়। প্রথম ওভারেই ওপেনার আন্দ্রে ফ্লেচার শিকার হন হাফিজের। এরপর হাফিজ রীতিমত কাঁপিয়ে ছেড়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের। তার ৪ ওভারে শেষ পর্যন্ত আসে মাত্র ৬ রান, এর মধ্যে একটি আবার মেডেন। এর মাধ্যমে আইসিসির পূর্ণ সদস্য দেশের কোনও বোলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড স্পর্শ করেন তিনি।

বাবর আজম

ওয়েস্ট ইন্ডিজ পরে নিকোলাস পুরানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। মাত্র ৩৩ বলে ৬২ রানের অসাধারণ ইনিংস খেলেন পুরান। হাঁকান ছয়টি ছক্কা ও চারটি বাউন্ডারি। পুরানের পাশাপাশি ৩৫ রান করেন এভিন লুইস। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি। তিনে নেমে ২০ বলে ১৬ রান করেছেন ক্রিস গেইল।

৪-১-৬-১, এমন বোলিং বিশ্লেষণের পর মোহাম্মদ হাফিজকে ম্যাচসেরার পুরষ্কার দেওয়া ছাড়া উপায় ছিল না। শেষমেশ পুরষ্কারটা উঠেছে তার হাতেই। তবে এমন বোলিংয়ে একটা রেকর্ডও হয়ে গেছে তার। আইসিসির শীর্ষ দলগুলোর টি-টোয়েন্টি লড়াইয়ে সবচেয়ে কিপটে বোলিংয়ের দিক থেকে লাসিথ মালিঙ্গাকে ছুঁয়ে ফেলেছেন তিনি। ২০১৯ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষে চার ওভারে ছয় রান দিয়েছিলেন মালি। সে রেকর্ড এখন ভাগ বসেছে হাফিজেরও। 

৩৬ বলে ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান

৭ মাসেই বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের রিজওয়ান

এ ম্যাচে ৪৬ রান করে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়ে ফেলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

এ বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ দিন পর্যন্ত  ১৪ ইনিংস খেলেছেন রিজওয়ান। ১৪০+ স্ট্রাইকরেটে সংগ্রহ করেছেন ৭৫২ রান! এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

এর আগে এই রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের দখলে। ২০১৯ সালে ২০ ইনিংসে ৮টি ফিফটিতে ৭৪৮ সংগ্রহ করেছিলেন স্টারলিং। টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে এত রান ছিল না কারও।

কিন্তু শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলার পর মাত্র ১৪ ইনিংসেই স্টারলিংয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন রিজওয়ান।

১৪ ইনিংসে যথাক্রমে ১০৪*, ৫১, ৪২, ৭৪*, ০, ৭৩*, ০, ৮২*, ১৩, ৯১* ৬৩, ৩৭, ৭৬* ও ৪৬ রান করেছেন রিজওয়ান। দুবার শূন্য রানে আউট হয়েছেন। অর্থাৎ বাকি ১২ ইনিংসে সাতটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে তার। তার ব্যাটিং গড়  ৯৪!#

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ