মে ২৬, ২০২১ ১৬:৫৫ Asia/Dhaka

শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায়  আপনাদের সঙ্গে আছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেছেন, “যদি মানুষ খাবার গ্রহণের ক্ষেত্রে মধ্যপন্থী হতো, তাহলে তাদের দেহ শক্তিশালী হতো।”

আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। শরীরের সুস্থতার জন্য আমরা সবাই অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকব- এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ীর রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি শাওন হোসাইন

রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাইয়ের তৈরিকৃত দুইদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের প্রথমপর্ব উপভোগ করলাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ' মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদগানের রেশ ধরে নির্মিত হওয়ায় অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে এছাড়া, শৈশবের ঈদ আর বর্তমানের ঈদ নিয়ে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নাসিমা বেগম ঝুনু' সাক্ষাৎকারে পূর্বের বর্তমানের ঈদ আয়োজনের এক বাস্তব চিত্র ফুটে উঠেছিল ঈদ নিয়ে তার স্মৃতি রোমন্থন আমায় আবেগে আপ্লূত করেছে

নাসির মাহমুদ: ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। চিঠি লেখার জন্য শাওন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের বিশেষ অনুষ্ঠানের প্রশংসা করে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেনপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 'ঈদের খুশি' অনুষ্ঠানটি দারুণ উপভোগ্য ছিল। কবিতা আবৃত্তি, সঙ্গীত, সাক্ষাৎকার আর অপরূপ ধারাভাষ্যে ঈদের আনন্দ আর তাৎপর্যকে যেভাবে তুলে ধরা হয়েছে তা এককথায় অনবদ্য পরিবেশনা। তেপান্তর মিডিয়া পরিবেশিত বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা "ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ "- গানটি শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে; গানটিকে যেভাবে যথাস্থানে ব্যবহার করা হয়েছে তা মনে রাখবার মতো

আশরাফুর রহমান: বিধান চন্দ্র সান্যালকে ধন্যবাদ অনুষ্ঠান শোনার পাশাপাশি সুন্দর করে মতামত তুলে ধরার জন্য।  

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা সংঘ থেকে। আর পাঠিয়েছেন এস এম নাজিম উদ্দিন।

পবিত্র রমজান মাসে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটির প্রশংসা করে তিনি লিখেছেন, পবিত্র রমজান উপলক্ষে প্রত্যেক বছর গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করে রেডিও তেহরান ইসলাম ও দ্বীন প্রচারের এক অনন্য ভূমিকা পালন করে আসছে। সারা মাসব্যাপী এ অনুষ্ঠানমালা আমাদের দৈনন্দিন জীবনের বাইরে এক নতুন জগতে বিরাজ করার রসদ যুগিয়েছে নিঃসন্দেহে। পরম করুণাময় আল্লাহতায়ালার সাথে তার বান্দার যে বিনি সুতোর যোগাযোগ নির্মাণে এ মাসের তাৎপর্য ও দর্শন আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হোক।

আকতার জাহান: নাজিম ভাই তার পরের অংশে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার সমালোচনা করে লিখেছেন, “রমজানের শেষ সপ্তাহে এসে যেখানে সবাই ঈদ-উল ফিতরের আনন্দে উৎফুল্ল হওয়ার কথা, সেখানে অসহায় ফিলিস্তিনিরা আবারও যায়নবাদী সন্ত্রাসের শিকার। আল আকসা মসজিদ প্রাঙ্গণে রোজাদার মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের নির্মম নির্যাতনের ছবি আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে। এক্ষেত্রে আজও কোনো আরব দেশকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে দেখলাম না। একমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় ফিলিস্তিনের পাশে থেকেছে। এমনটা যদি অন্যান্য আরব দেশগুলো অবস্থান নিত, তাহলে ইসরাইলের মত দখলদার সন্ত্রাসীরা এত সাহস দেখতে পারতো না।”

নাসির মাহমুদ: ভাই নাজিম উদ্দিন, ফিলিস্তিনে দখলদার ইসরাইলের আগ্রাসন ও আরব দেশগুলোর নীরবতা সম্পর্কে আপনার প্রতিক্রিয়ার কিছু অংশ তুলে ধরা হলো। আশা করি আবারো লিখবেন।

আশরাফুর রহমান: আসরের পরের চিঠিটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়ার জাগো রেডিও লিসেনার্স ক্লাব থেকে। আর লিখেছেন ক্লাব সভাপতি হারুন অর রশীদ।

তিনি লিখেছেন, একমাস সিয়াম সাধনার শেষে পবিত্র ঈদ এলো মুসলিম বিশ্বে। ঈদ যাপিত জীবনের সাথে অনাবিল শান্তি আর আনন্দের ঝর্ণাধারায় মানুষকে ভাসায় আনন্দ লহরে। অথচ ভাগ্যের কী নির্মম বাস্তবতা, ইহুদিবাদী দখলদার ইসরাইল কর্তৃক নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নৃশংস ও বর্বর ভয়ানক হামলা ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। যেখানে বীভৎস রকেট হামলা, বোমা হামলা সহ মুহুর্মুহু গুলির আওয়াজে প্রকম্পিত পথ ঘাট, বাতাস সেখানে ঈদ পালনতো অকল্পনীয় ব্যাপার! মুসলমানদের প্রথম কিবলা আল আকসাতে নিরীহ মুসলমানদের ওপর যে পাশবিকতার নৃশংস তাণ্ডব চালানো হয় তা ইতিহাসের নিকৃষ্টতম জঘন্যতা বলে মনে হয়।

আকতার জাহান: আল আকসা মসজিদ ও গাজার বেসামরিক মানুষের ওপর হামলা নিঃসন্দেহে ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা। এর বিরুদ্ধে সকল মানবতাবাদী মানুষকে সোচ্চার হতে হবে। সময়োপযুগী বিষয়ে দ্ব্যর্থহীন মতামতের জন্য হারুন অর রশীদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

নাসির মাহমুদ: বেশ কিছু চিঠিতো পড়া হলো- এবার এক শ্রোতাবন্ধুর কাছ থেকে সরাসরি মতামত জানব। এ অনুষ্ঠানে যোগা দিয়েছেন তুরস্ক প্রবাসী বাংলাদেশি শ্রোতা আরাফাত রহমান।   

নাসির মাহমুদ: সাক্ষাৎকারের পর আবারো নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়ার ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব থেকে নিজামুদ্দিন সেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। পবিত্র ঈদুল ফিতরের দিন লেখা এ চিঠিতে তিনি রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও কলাকুশলীদের ঈদের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে লিখেছেন, পবিত্র ঈদ আমাদের সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বিশ্ব হোক করোনা মুক্ত শান্তির আবাসস্থল।

আশরাফুর রহমান: ঈদের শুভেচ্ছা জানিয়ে আরও কিছু শ্রোতা আমাদের কাছে ইমেইল করেছেন। কেউ কেউ আবার সুন্দর সুন্দর শুভেচ্ছা কার্ডও পাঠিয়েছেন। আমি তাদের কয়েকজনের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • বগুড়ার আদমদীঘি থানার নিমাইদীঘি থেকে এম আবদুর রাজ্জাক
  • বগুড়ার আলতাফনগর থেকে শাহিনুর আলম
  • নওগাঁ জেলার মান্দা উপজেলার ফেটগ্রাম থেকে সুলতান মাহমুদ সরকার
  • ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দ মোহন বাইন
  • জয়ন্ত চক্রবর্তী নয়া দিল্লি থেকে
  • এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়া থেকে এস এম জাকির হোসেন

আকতার জাহান: কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাদির চর গ্রামের শ্রোতা মোঃ সাগর মিয়া রেডিও তেহরানের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে লিখেছেন- “ফিলিস্তিন রাষ্ট্রের সমীকরণ আজও বুঝলাম না, ফিলিস্তিন রাষ্ট্রের কি কোন সরকার নেই? শুনে আসছি হামাস প্রতিরোধ যুদ্ধ করছে, তাহলে রাষ্ট্রের সেনাবাহিনী কি নেই? যুগ যুগ ধরে ফিলিস্তিন ইসরাইলের সাথে লড়ে আসছে তাদের কোনো বিমান বাহিনী নেই, নেই কোনো সামরিক সরঞ্জাম? ওরা কি মারই খেয়ে যাবে?”

নাসির মাহমুদ: ভাই সাগর মিয়া আপনার মনে আসা প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ও কথাবার্তা অনুষ্ঠানের বিশ্লেষক সিরাজুল ইসলাম। 

আশরাফুর রহমান: সিরাজুল ইসলাম ভাইকে ধন্যবাদ শ্রোতাবন্ধু সাগর মিয়ার কৌতুহল মেটানোর জন্য।

আসরের শেষ চিঠিটি এসেছে বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ থেকে আর পাঠিয়েছেন হরিদাস রায়। তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানই আমার হৃদয় ছুঁয়ে যায়। তবে চিঠি পত্র আসর প্রিয়জন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ইরান ভ্রমণ অনুষ্ঠানটিও ভালো লাগে। এ অনুষ্ঠানে থেকে জানতে পারি- বুশহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস-ঐতিহ্য পুরাতত্ত্ব আর সংস্কৃতির দর্শনীয় নিদর্শন। যা আমাকে মুগ্ধ করে।

আকতার জাহান: শ্রোতাবন্ধু হরিদাস রায়কে ধন্যবাদ চিঠি ও মতামতের জন্য। তো শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে শিল্পী আমিরুল মোমেনীন মানিক, আরাফাত রহমান ও তাদের সঙ্গীদের কণ্ঠে একটি গান।

নাসির মাহমুদ: শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ