জুন ০৯, ২০২১ ১৫:৫৪ Asia/Dhaka

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান। 

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম বাকির (আ.) বলেছেন, “কোনো ব্যক্তিই গুনাহ থেকে নিরাপদ না যতক্ষণ না সে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করে।”

আকতার জাহান: আমরা সবাই জিহ্বাকে নিয়ন্ত্রণের মাধ্যমে গুণাহ থেকে দূরে থাকার চেষ্টা করবে- এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার  গোলড়া গ্রাম থেকে আর পাঠিয়েছেন রুশিয়া জামান রত্না। ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরানের ভূমিকার প্রশংসা করে তিনি লিখেছেন, বর্তমান সময়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হলো ‘ফিলিস্তিন-ইসরাইল’ ইস্যু। বরাবরের মতো এবারও রেডিও তেহরান এ বিষয়ে বেশ গুরুত্ব সহকারে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে এখন ফিলিস্তিনময়।

এ শ্রোতাবোন আরও লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম পশ্চিমা সমর্থিত গণমাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে বিধায় অনেক সময় পাঠকদের কাছে সঠিক সংবাদ পৌঁছায় না। এক্ষেত্রে রেডিও তেহরান কার্যকর ভূমিকা রেখে চলছে। 

নাসির মাহমুদ: ইরানের পররাষ্ট্রনীতিতে ফিলিস্তিন একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ফিলিস্তিনি ভাইয়েরা বিষয়টিকে যেভাবে দেখেন ইরানও ঠিকই একইভাবে দেখে। আর এসব কারণেই ইরানের অন্যান্য গণমাধ্যমের মতো রেডিও তেহরানও ফিলিস্তিনের খবরাখবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করে। তো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মতামত তুলে ধরায় বোন রুশিয়া জামান রত্না আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 

আসরের পরের চিঠিও এসেছে বাংলাদেশ থেকে। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়ার জাগো রেডিও লিসেনার্স ক্লাব থেকে এটি পাঠিয়েছেন হারুন অর রশীদ।

তিনি লিখেছেন, সম্প্রতি দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা চরম অমানবিক। বিশেষ করে নিস্পাপ শিশুদেরকে যেভাবে নৃশংস ও জঘন্যভাবে হত্যা ও নিপীড়ন করা হয়েছে তা আমাদেরকে কাঁদিয়ে যায়। চোখ দুটো বন্ধ করলেই শিশু নির্যাতনের সেই ভয়াবহতা হৃদয়ে ভেসে ওঠে; মর্মাহত করে যায় আমাদেরকে বারবার। কত স্বজন হারানোর বেদনা আর আর্তনাদ আহাজারির নীরব সাক্ষী হলো ফিলিস্তিনের আকাশ, মাটি, প্রকৃতি! এ যেন নিজ বাসভূমিতে এক ভয়ানক মৃত্যুপুরী! ফিলিস্তিনের নিরপরাধ মানুষ ফিরে পাবে তাদের বাঁচার স্বাধীন অধিকার- এই আশা ব্যক্ত করে চিঠিটি শেষ করেছেন এ শ্রোতাবন্ধু।

আশরাফুর রহমান: ভাই হারুন অর রশীদ, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতার মর্মস্পর্শী বর্ণনা ফুটে ওঠেছে আপনার লেখায়। মানুষ ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে সচেতন হোক এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াক- এটাই আমাদের প্রত্যাশা।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়ার  ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব থেকে নিজামুদ্দিন সেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন,  গত ২৫ মে তারিখের প্রচারিত ‘গল্প ও প্রবাদের  গল্প’ অনুষ্ঠানে দুটি পাতিহাস ও কচ্ছপের গল্প শুনলাম। খুব  খুব ভালো লাগলো। ১৯৭৪ সালে আমি যখন চতুর্থ শ্রেণিতে পড়ি তখন এই গল্পটি পড়েছিলাম। অনেক দিন পর গল্পটা শুনে স্মৃতি রোমন্থন করতে পারলাম। ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য। 

আকতার জাহান: ভাই নিজামুদ্দিন সেখকে ধন্যবাদ আমাদের পুরো অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে চিঠি লেখার জন্য। ভারতের পর আবারো বাংলাদেশের চিঠি। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এটি।

তিনি এ চিঠিতে অনুষ্ঠানে সম্পর্কে কোনো মতামত দেননি কেবল দুটি প্রশ্ন করেছেন। ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে আলোচনায় আসা গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, প্রভাবশালী এ পরিষদ কিভাবে গঠিত হয়? এর সদস্য সংখ্যা কতজন? আর এ পরিষদের ক্ষমতা ও কাজ কি কি?

আর দ্বিতীয় প্রশ্নটি হল: গার্ডিয়ান কাউন্সিল কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কাউকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য অনুমোদন দেয়? এ পরিষদের অনুমোদন ছাড়া কি কেউ প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবে না?

নাসির মাহমুদ: ভাই শাহাদত হোসেন, আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ড. সোহেল আহাম্মেদ। 

 

আশরাফুর রহমান: শাহাদত ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর দেয়ায় সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসরের এ পর্যায়ে আমরা অনুষ্ঠান সম্পর্কে সরাসরি মতামত জানব ভারতের শ্রোতাবন্ধু রাসেল মণ্ডলের কাছ থেকে 

আশরাফুর রহমান: সাক্ষাৎকারের পর এবার ক্লাব কার্যক্রমের খবর। খবরটি পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা। তিনি জানিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত বিমান হামলা, গণহত্যা, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের প্রতিবাদে গত ২১ মে বাদ জুম’আ সিলেট কালেক্টরেট জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালি করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

রেডিও এক্টিভিস্ট ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের নেতৃত্বে শান্তিপূর্ণ এ বিক্ষোভ ও র‍্যালিতে ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

নাসির মাহমুদ: বোন তাছলিমা আক্তার লিমাকে ধন্যবাদ খবরটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানিয়ে চিঠি লিখবেন।

অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ পড়ে শোনাতে চাই। আজ আমরা পড়ব বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ীর শ্রোতা শাওন হোসা্ইনের লেখা।

তিনি লিখেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান প্রচার করায় হাজারো শ্রোতার ভালোবাসায় রেডিও তেহরান তার সাফল্যের ৩৯ বছরে পদার্পণ করেছে। বর্তমানে ইন্টারনেট ও আকাশ সংস্কৃতির প্রভাবে আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো যখন শ্রোতাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে ঠিক তখন রেডিও তেহরান নানামুখি শ্রোতাবান্ধব কার্যক্রম গ্রহণ করে শ্রোতাদের সাথে বন্ধন দৃঢ় করেছে।

আকতার জাহান: শাওন ভাই আরও লিখেছেন, বর্তমান বিশ্বে বহু গণমাধ্যম থাকলেও স্বাধীন গণমাধ্যমের সংখ্যা খুবই নগন্য। অধিকাংশ গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ খবর প্রচার থেকে দূরে সরে নিদিষ্ট দেশ বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে বেশী উৎসাহী। পক্ষান্তরে রেডিও তেহরান সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে সঠিক ও নির্ভরযোগ্য খবর প্রচার করায় বহু সংখ্যক শ্রোতার নিকট বিশ্বাসযোগ্য ও আস্থাশীল গণমাধ্যমে পরিণত হয়েছে। রেডিও তেহরান সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে মজলুম ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে টিকে থাকুক যুগের পর যুগ- এ কামনা করে লেখাটি শেষ করেছেন এ শ্রোতাবন্ধু।

আশরাফুর রহমান: ভাই শাওন হোসাইন, 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার জেতায় আপনাকে অভিনন্দন আর চমৎকার প্রবন্ধটির জন্য ধন্যবাদ। 

আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ঢাকা কলোনী থেকে। আর পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল। ২৯ মে তারিখে প্রচারিত পুরো অনুষ্ঠান সম্পর্কে তিনি মতামত জানিয়েছেন। কথাবার্তা অনুষ্ঠানে সম্পর্কে এ শ্রোতাবন্ধু লিখেছেন, ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান দৈনিকগুলোর নির্বাচিত সংবাদ নিয়ে সুন্দর আলোচনার পাশাপাশি সিরাজুল ইসলাম ভাইয়ের বিশ্লেষণ অনুষ্ঠানটিকে এক আলাদা মাত্রা দিয়েছে। বিশেষ করে ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা যাবে না- মর্মে কুয়েতের জাতীয় সংসদে যে বিল পাস হয়েছে সে বিষয়ে সিরাজুল ইসলাম ভাইয়ের বিশ্লেষণ যৌক্তিক মনে হয়েছে। 

নাসির মাহমুদ: বিধান চন্দ্র সান্যালকে ধন্যবাদ, নিয়মিত চিঠি লেখার জন্য। আমাদের হাতে আরও বেশকিছু চিঠি রয়েছে। কিন্তু সময়ের অভাবে সেগুলোর জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। তাই কিছু চিঠির প্রাপ্তিস্বীকার করছি।

  • বাংলাদেশের কক্সবাজার থেকে মো. জসিম উদ্দিন
  • কিশোরগঞ্জ থেকে শরিফা আক্তার পান্না
  • সিরাজগঞ্জের নাটুয়ারপাড়া থেকে মোঃ রবিউল আলম সোহেল
  • হরিদাস রায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে
  • এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে তরুণ মৈত্র।

আকতার জাহান: চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আজও রয়েছে একটি গান। 'সালাম বার কুদস' অর্থাৎ 'কুদসের প্রতি সালাম' শিরোনামের আরবি, ফার্সি ও ইংরেজি ভাষার গানটি গেয়েছে ইরানের নাসিমে রাহমাত শিল্পী গোষ্ঠীর সদস্যরা। 

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।

পার্সটুডে/আশরাফুর রহমান/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ