জুন ২২, ২০২১ ১৪:৩৩ Asia/Dhaka

প্রিয় শ্রোতা ভাই-বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন, ‘নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে নেয়ামত, নারী যখন স্ত্রী তখন সে আমানত আর নারী যখন মা তখন সে জান্নাত।”

আকতার জাহান: নারীর মূল্যায়ন সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই নারীদের প্রতি উত্তম আচরণ করব- এ প্রত্যাশা রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রাম থেকে আর পাঠিয়েছেন হরিদাস রায়। আন্তরিক  প্রীতি ও শুভেচ্ছা  জানাবার পর তিনি লিখেছেন, "প্রদীপ যেমন আলো দিয়ে অন্ধকার দূর করে ঠিক তেমনি রেডিও তেহরানের জনপ্রিয় ম্যাগাজিন ‘রংধনু আসর’ তার শিক্ষণীয় গল্প দিয়ে আমাদের আলোকিত মানুষ হবার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। আমি মনে করি, গল্পগুলো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ করা হলে নবীন প্রজন্ম আলোকিত হয়ে উঠবে।" এ চিঠিতে হরিদাস রায় কুস্তিবিদ ওস্তাদ তার সাগরেদের গল্পটির প্রশংসা করেছেন

নাসির মাহমুদ: শ্রোতাবন্ধু হরিদাস রায়কে ধন্যবাদ রংধনু আসর সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ পড়ে শোনাতে চাই। আজ আমরা পড়ব বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার শ্রোতা রুশিয়া জামান রত্নার লেখা। তিনি ওই প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পেয়েছেন।

বোন রত্না তার প্রবন্ধে লিখেছেন, "প্রতিষ্ঠালগ্ন থেকেই রেডিও তেহরান শ্রোতাদের হৃদয় জয় করে আসছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষী শ্রোতারা তো বটেই বিশ্বের যেসব স্থানে বাংলাভাষী মানুষ বসবাস করেন রেডিও তেহরানের কণ্ঠস্বর সেসব স্থানে পৌঁছে গেছে। নিয়মিত পরিবেশনা বিশ্বসংবাদ,  দৃষ্টিপাত, কথাবার্তা ছাড়াও সাপ্তাহিক অনুষ্ঠানগুলো সব বয়সী শ্রোতাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সাজানো হয়েছে যা রেডিও তেহরানকে পূর্ণতা দিয়েছে। এছাড়া শ্রেষ্ঠ মাসিক শ্রোতা পুরস্কার,  কুইজ প্রতিযোগিতা, চিঠিপত্রের আসর প্রিয়জনে পাঠানো সেরা চিঠিগুলো রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডেতে ছবিসহ প্রকাশিত হয় যা একদিকে যেমন শ্রোতাদের উৎসাহিত করছে তেমনি রেডিও তেহরানের জনপ্রিয়তাও এতে বাড়ছে।" শ্রোতাদের সাথে রেডিও তেহরানের যে ঘনিষ্ঠতা তা অন্যান্য গণমাধ্যমগুলোতে বিরল বলে তিনি উল্লেখ করেছেন।

আশরাফুর রহমান: বোন রুশিয়া জামান রত্না আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার লেখাটির জন্য। আশা করি নিয়মিত আপনার মূল্যায়নধর্মী লেখা পাব।

আকতার জাহান: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী গ্রামের ইন্টারন্যাশনাল  মিতালি  লিসনার্স  ক্লাব থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন বেশকিছু মেইলটি। একটি মেইলে রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, “শিশুদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে ও সুশিক্ষিত করতে দরকার সুষ্ঠু ও পরিকল্পিত শিক্ষা আর প্রশিক্ষণ। এক্ষেত্রে ধারাবাহিক আলোচনা ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ খুবই ভালো ও উপকারে আসছে। শিশু কিশোরদের কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় তার এক অনুপম দর্পন হলো ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটি।  রেডিও তেহরান বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য।”

নাসির মাহমুদ: জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ আপনার উপকারে আসছে জেনে ভালো লাগল। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

আসরের এ পর্যায়ে আমরা অনুষ্ঠানে সম্পর্কে সরাসরি মতামত জানব ভারতের শ্রোতাবন্ধুর তরুণ মৈত্রের কাছ থেকে।

আশরাফুর রহমান: সাক্ষাৎকারের পর আবারো চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে এই চিঠিটি পাঠিয়েছেন সেখানকার জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুন অর রশীদ।

তিনি লিখেছেন, রেডিও তেহরানের একজন ভক্ত ও একনিষ্ঠ শ্রোতা হিসেবে এখনো অনুষ্ঠান শুনি শর্টওয়েভ কিংবা ফেসবুকে। ৩৯ বসন্ত পার হওয়া রেডিও তেহরানের সাথে কত যে সুখ স্মৃতি জড়িয়ে রয়েছে তা বলে শেষ করা যাবে না। এ গল্প যেন কখনো ফুরোবার নয়! এ যেন শুধুই ভালোবাসার চাদরে মোড়ানো অনুপম ভালোলাগার স্বপ্নিল গল্প। বাবা আর আমি মিলে এখনো শুনি রেডিও তেহরানের বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত। আর পরিবারের ছোট বাবুরা  ঝাঁক বেঁধে গোল হয়ে বসে শোনে রংধনু আসর। বৃহস্পতিবার এলেই ছোট ফুলপাখি বন্ধুরা আমাকে জানান দেয়- আজ তাদের প্রিয় রংধনু আসর রয়েছে"। ভালোলাগা আর ভালোবাসার ধারাবাহিকতায় এই পথ চলা আরো সুবিস্তৃত হোক- এই কামনায় করে চিঠিটি শেষ করেছেন এ শ্রোতাবন্ধু।

নাসির মাহমুদ: হারুন অর রশীদ ভাইয়ের চিঠি মানেই চমৎকার কথামালার গাঁথুনি আর রেডিও তেহরানের প্রতি আন্তরিক ভালোবাসার বহিঃপ্রকাশ। তাঁর এ চিঠিটিও আমাদের মুগ্ধ করেছে। আশা করি এমন চিঠি বারবার পাব।

আসরের পরের মেইলটি এসেছে চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে। আর পাঠিয়েছেন শামীম উদ্দিন শ্যামল। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন পুরাতন শ্রোতা। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠান শুনেছি। তারপর অনিয়মিত হয়ে গেছে। তবে কয়েকমাস ধরে ফেসবুক লাইভের মাধ্যমে আবারও নিয়মিত শুনছি। লাইভে কমেন্ট করে জানান দিলেও মেইল বা চিঠি লিখে বিষয়টি জানানো হয়নি সময়ের স্বল্পতার কারণে। তবুও ভাবলাম একেবারে নিরব থাকা উচিত না, তাই লিখলাম। আশা করি সপ্তাহে একটি করে হলেও মেইল করবো, যদি শ্রোতা হিসেবে গুরুত্ব পাই।

আকতার জাহান: শামীম উদ্দিন শ্যামল ভাইকে ধন্যবাদ নিরবতা ভেঙে চিঠি লিখার জন্য। আপনি নিয়মিত লিখতে থাকুন আমরা অবশ্যই তা গুরুত্ব দিয়ে প্রিয়জনে তুলে ধরব।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে নিজামুদ্দিন সেখ পাঠিয়েছেন দুটি মেইল। একটি মেইলে তিনি লিখেছেন, "বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে জালিমের অত্যাচার সংঘটিত হচ্ছে, অন্যায়ের যাঁতাকলে পড়ে ন্যায় ভুলুণ্ঠিত হচ্ছে সেখানেই বজ্রকণ্ঠে তীব্র প্রতিবাদ জানাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আর ইরানের বলিষ্ঠ কণ্ঠস্বরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যে মাধ্যম নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা হচ্ছে রেডিও তেহরান। ইসলামি প্রজাতন্ত্র ইরান শুধু কথার মাধ্যমে নয়, আর্থিক ও সামরিক সহায়তা দানের মাধ্যমে মজলুমদের পাশে দাঁড়িয়েছে।"

চিঠির পরের অংশে তিনি ৪ জুন থেকে ১১ জুন পর্যন্ত আমাদের অনুষ্ঠানের বিবরণ তুলে ধরেছেন। নিজামুদ্দিন সেখ তার অন্য মেইলে রংধনু অনুষ্ঠানে কুস্তিবিদ ওস্তাদ ও তার অহংকারী সাগরেদের গল্পটির প্রশংসা করেছেন।   

আশরাফুর রহমান: একই অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে পরের মেইলটি পাঠিয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। তিনি লিখেছেন, ৩ জুনের  রংধনু আসর ছিল খুবই জমজমাট। ওইদিন ‘কুস্তিবিদ ওস্তাদ ও তার সাগরেদের গল্প’ নামক একটি গল্প প্রচারিত হয়। রুদ্ধশ্বাসে শুনেছি এ গল্পটি। গল্পের কথা ও বিষয়বস্তু আমাদের মোহবিষ্ট করে রেখেছিল। আর শেষ পর্যন্ত ওস্তাদ জিতে যাওয়ায় খুবই আনন্দ পেয়েছি। এমন উপভোগ্য ও শিক্ষণীয় একটি গল্প নির্বাচন করায় রংধনু আসরের সবাইকে ধন্যবাদ জানাই।  

নাসির মাহমুদ: রংধনু আসর সম্পর্কে মতামত জানানোর জন্য নিজামুদ্দিন সেখ ও শাহাদত হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের শেষ চিঠিটি এসেছে বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ীর রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে। আর পাঠিয়েছেন শাওন হোসাইন। ৪ জুন প্রচারিত বিশেষ অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "প্রতিদিনের ন্যায় আজও আমার প্রিয় বেতার কেন্দ্র রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানমালা শুনছিলাম অন্যান্য নিয়মিত পরিবেশনার পাশাপাশি আজ ইমাম খোমেনি (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান শুনে মহান এই ইমামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরও বহুগুণ বেড়ে গেল মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান করে নিন এই দোয়া করি।"

আকতার জাহান: মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন- আমাদের প্রত্যাশাও তাই। তো বিশেষ অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি মতামত জানিয়ে চিঠি লিখায় শাওন হোসাইন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন কিন্তু সময়ের অভাবে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না।

  • রংপুরের পীরগাছা থেকে এ, টি, এম,আতাউর রহমান রঞ্জু
  • শরিফা আকতার পান্না কিশোরগঞ্জ থেকে
  • বিধান চন্দ্র সান্যাল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে
  • তপন বসাক কোচবিহার থেকে
  • এবং ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন

আশরাফুর রহমান: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজও অনুষ্ঠান শেষ করব একটি গান শুনিয়ে। 'দুয়ারে আইসাছে পালকি' শিরোনামের গানটির মূল শিল্পী আবদুল আলীম। আর গেয়েছেন তাঁর ছেলে জহির আলীম। (গান)

নাসির মাহমুদ: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#   

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ