জুন ২৯, ২০২১ ১৬:৪৫ Asia/Dhaka

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “নিশ্চয় আল্লাহর কিছু বান্দা রয়েছে- মানুষ বিপদ-আপদে যাদের শরণাপন্ন হয়। এরাই হলো তারা যারা কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকবে।”

আকতার জাহান: বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর পুরস্কার সম্পর্কে মূল্যবান একটি হাদিস শুনলাম। আমরা সবাই এ হাদিসটির ওপর আমল করার চেষ্টা করব- এ প্রত্যাশা রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী আয়াতুল্লাহ ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়ে লেখা বেশকিছু মেইল আমাদের হাতে পৌঁছেছে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহাদত হোসেন লিখেছেন, “গত কয়েকটা দিন ধরেই ইরানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উৎসুক ছিলাম। ইউরোপ-আমেরিকার নানা অপপ্রচারের জবাব দিয়ে ইরান চমৎকার একটি নির্বাচন সম্পন্ন করেছে। প্রদত্ত ভোটের ৬১.৯ শতাংশ পেয়ে ড. সাইয়েদ ইব্রাহিম রায়িসি ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট হিসেবে ভূমিধস বিজয় পেয়েছেন। আমরা প্রত্যাশা করি, ইরানের জনগণ যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে ড. সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে ভোট দিয়েছেন, তিনি তা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবেন।”

নাসির মাহমুদ: একই বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী গ্রাম থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন একটি মেইল। ইব্রাহিম রায়িসিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, “ইরানের নতুন প্রেসিডেন্ট আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণে তার বিচক্ষণতার পরিচয় দেবেন এবং আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা ও রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব প্রদানে বিশেষ ভূমিকা পালন করবেন। আশা করি তাঁর বলিষ্ঠ নেতৃত্বে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান অনেকদূর এগিয়ে যাবে। সেইসাথে ভারত এবং বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

আশরাফুর রহমান: ড. ইব্রাহিম রায়িসি ইরানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ফেসবুকে রেডিও তেহরানের প্রিয়জন গ্রুপে শ্রোতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শ্রোতা আবদুল কুদ্দুস মাস্টার লিখেছেন, “সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির নেতৃত্বে ইরানের সর্বক্ষেত্রে উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে তেমনি ইসলামি বিশ্ব ঐক্যবদ্ধভাবে জালিম ও জুলুমের বিরুদ্ধে তথা ইসলামের দুশমনদের উপযুক্ত শিক্ষা দিতে সদা তৎপর থাকবে বলে আমি আশাবাদী।”

আকতার জাহান: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা বিধান চন্দ্র সান্যাল  ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আশা করব তাঁর নেতৃত্বে ইরানি জাতির জীবন যাত্রার মান উন্নত হবে এবং তাদের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। পাশাপাশি রক্তলোলুপ নরপিচাশ মার্কিন সাম্রাজ্যবাদের অবৈধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানকে এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে এবং মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বে স্বাধীন ফিলিস্তিনসহ সমগ্র এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।”

নাসির মাহমুদ: বাংলাদেশের টাঙ্গাইলের শ্রোতা আবু তাহের আশা প্রকাশ করে লিখেছেন, “ইব্রাহিম রায়িসি আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণে তাঁর বিচক্ষণতার পরিচয় দেবেন এবং আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা ও রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব প্রদানে বিশেষ ভূমিকা পালন করবেন।”

আশরাফুর রহমান: ফেসবুক মেসেঞ্জার গ্রুপ এবং ইমেইলে আরও যারা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • বাংলাদেশের গাজীপুর থেকে ফিরোজ আলম
  • টাঙ্গাইল থেকে মোবারক হোসেন ফনি
  • কিশোরগঞ্জ থেকে মোঃ সাগর মিয়া ও মোঃ আতিকুল ইসলাম
  • রংপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু
  • ঢাকার মধ্যবাড্ডা থেকে এম জামাল আহমেদ সুবর্ণ
  • মিরপুর থেকে মিতু ফারিয়া
  • ঝিনাইদহের মহেশপুর থেকে মোঃ নজরুল ইসলাম
  • রাজবাড়ী থেকে শাওন হোসাইন
  • এবং শাহজালাল হাজারী কুয়েত থেকে

আকতার জাহান: ভারত থেকে যারা ড. ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন তারা হলেন-

  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে নাজিম উদ্দিন ও তরুণ মৈত্র
  • অসমের বরপেটা থেকে আবদুস সালাম সিদ্দিক
  • এবং ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দ মোহন বাইন

নাসির মাহমুদ: ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানানোয় আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। ইরানের নতুন প্রশাসন সবার প্রত্যাশা পূরণ করবে- আমাদের প্রত্যাশাও তাই।

আশরাফুর রহমান: বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুরের বন্ধন & লাকী শ্রোতা সংঘের সভাপতি নজরুল ইসলাম পাঠিয়েছেন এবারের চিঠিটি। বর্ষার শুভলগ্নে কদম ফুলের শুভেচ্ছা জানানোর পর তিনি তার চিঠি লিখার কারণ উল্লেখ করেছেন। লিখেছেন, “ইসরাইল-ফিলিস্তিন সম্পর্কের টানাপোড়েন, মজলুম মুসলিমের ওপর অত্যাচার, বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ সংবাদসহ বিশ্বসংবাদ- রেডিও তেহরানকে শ্রোতাদের মনের দোরগোড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিক রিসিপশন মান, রেকর্ডকৃত অংশ, সবকিছু ফেসবুকের প্রিয়জন চ্যাটিং গ্রুপে শেয়ার করে আমরা একে অপরের সাথী হতে পারছি ও শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখতে পারছি। এরই সম্মানার্থে পরিচালক সাহেব সম্প্রতি নয়টি পুরস্কার দিতে সম্মতি প্রকাশ করেছেন। আশ্বস্ত হয়েছি এটা জেনে যে, চারমাস পর বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠান চালু হতে যাচ্ছে। সাথে সাথে ওয়েব সাইটের রিসিপশান মানের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। শর্টওয়েবে না শুনতে পেলে ফেসবুক লাইভ অথবা ইউটিউবে খুব ভালোভাবে অনুষ্ঠান শোনা যাচ্ছে। এটা রেডিও তেহরানের একটা যুগান্তকারী পদক্ষেপ।”

রেডিও তেহরান সকল শ্রোতার মনে সর্বশ্রেষ্ঠ বেতার কেন্দ্র হয়ে থাকুক- এ কামনা করে তিনি চিঠিটি শেষ করেছেন।

আকতার জাহান: প্রায় একই বিষয়ে রাজবাড়ীর খোশবাড়ী থেকে রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসাইন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, “বর্তমানে যে কয়টি বেতার কেন্দ্র বাংলা অনুষ্ঠান প্রচার করছে তার মধ্যে রেডিও তেহরান শ্রোতাদের নিকট জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। শ্রোতাদের চাহিদার কথা বিবেচনা করে শর্টওয়েভের পাশাপাশি ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবে লাইভ অনুষ্ঠান প্রচার করছে রেডিও তেহরান। এছাড়া শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে রেডিও তেহরান বিভিন্ন শ্রোতাবান্ধব কার্যক্রম হাতে নিয়েছে। মাসিক ও বাৎসরিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন ও আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা এগুলোর অন্যতম। রেডিও তেহরানের এসব কার্যক্রম রেডিওপ্রেমী ডিএক্সার বন্ধুদের আরো বেশি সক্রিয় করবে বলে আমার বিশ্বাস।"

নাসির তেহরান: রেডিও তেহরানের শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মতামত জানিয়ে চিঠি লিখায় নজরুল ইসলাম ও শাওন হোসাইন ভাই আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমাদের কর্মকাণ্ড বাস্তবায়নে পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখবেন।

আসরের এ পর্যায়ে আমরা অনুষ্ঠানে সম্পর্কে সরাসরি মতামত জানব বাংলাদেশের শ্রোতাবন্ধু হরিদাস রায়ের কাছ থেকে।

আশরাফুর রহমান: অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ পড়ে শোনাতে চাই। আজ আমরা পড়ব ইরানের কোমে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র নাজমুল হকের লেখা। তিনি ওই প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পেয়েছেন।

নাজমুল ভাই লিখেছেন, “রেডিও তেহরান তাদের অনুষ্ঠানমালাকে হরেকরকম সংবাদমূলক এবং শিক্ষণীয় বিভিন্ন প্রকার অনুষ্ঠান দিয়ে সাজিয়ে প্রচার করে থাকে, যা বাংলাভাষী শ্রোতাদের কাছে খুবই প্রশংসিত। বিশেষ করে শিশুদের জন্য রেডিও তেহরানের সুন্দর ও শিক্ষণীয় অনুষ্ঠানমালা। ইসলামের ইতিহাস, আহলে বাইত ও সাহাবীদের জীবনী, পারিবারিক বিভিন্ন বিষয়ে মূল্যবান প্রবন্ধ, কুইজ প্রতিযোগিতা  এবং পাঠক-শ্রোতাদের নিয়ে ফোনালাপসহ আরো অনেক রকম অনুষ্ঠান প্রচারিত হয় যা সত্যিকারার্থে রেডিও তেহরানের অনবদ্য ও প্রশংসনীয় উদ্যোগ।”

আকতার জাহান: নাজমুল ভাইকে ধন্যবাদ 'গণমাধ্যম হিসেবে রেডিও তেহরানের ভূমিকা' শীর্ষক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। আশা করি আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কেও মতামত দেবেন।

আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়া থেকে। আর পাঠিয়েছেন নিজামুদ্দিন সেখ। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। গত ২৯ ও ৩০ মে তারিখের অনুষ্ঠান শুনলাম। বিশ্ব সংবাদ থেকে জানলাম বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সঠিক ও নিরপেক্ষ তথ্য। 'ইরান ভ্রমণ' অনুষ্ঠান থেকে শিরাজ শহরের বর্ণনাসহ শেখ সাদী (র.) এর সংক্ষিপ্ত জীবনী সম্বন্ধে জানলাম। ওনার কর্ম জীবন  ও দেশ সফর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারলে ভালো হতো। আগামীতে বিস্তারিত জানানোর অনুরোধ রইল।    

নাসির মাহমুদ: ভাই নিজামুদ্দিন সেখ, ইরানি কবি শেখ সাদী সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটেই পাবেন। তো নিয়মিত অনুষ্ঠান শুনে মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।

অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতা বন্ধুর নাম-ঠিকানা জানাতে চাই যারা আমাদের অনুষ্ঠান শুনে চিঠি লিখেছেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না। তারা হলেন-

  • শরিফা আক্তার পান্না, কিশোরগঞ্জ থেকে
  • চাঁপাই নবাবগঞ্জের নাচোল থেকে মো. আবদুল মান্নান
  • মনীষা রায়, মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত থেকে
  • এবং নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী

আশরাফুর রহমান: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করব একটি কবিতা শুনিয়ে। কবি কায়কোবাদের লেখা আযান কবিতাটি আবৃত্তি করেছেন শরীফ বায়জিদ মাহমুদ। 

নাসির মাহমুদ: কবিতাটি শুনলেন। তো বন্ধুরা,  আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে গুটিয়ে নিচ্ছি প্রিয়জনের আজকের আসর।

আকতার জাহান: কথা হবে আবারো আগামী সপ্তাহে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

 

 

ট্যাগ