জুলাই ২৪, ২০২১ ১৪:৫৬ Asia/Dhaka
  •  'কাশ্মীরিরাই সিদ্ধান্ত নিন তাঁরা কী চান'

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৪ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • দেশজুড়ে ১৪ দিনের ‘কঠোর বিধিনিষেধের আজ দ্বিতীয় দিন -ইত্তেফাক
  • নতুন প্রকল্প,বিদেশ ফেরতদের জন্য সুখবর-প্রথম আলো-প্রথম আলো
  • পাওনাদারের লাশ নিয়ে দেনাদারের ঘরের সামনে স্বজনরা -মানবজমিন
  • গণসংগীতের মঞ্চ ছেড়ে চলে গেলেন ফকির আলমগীর-কালের কণ্ঠ
  • এক দিনে ঢাকায় ফিরেছেন ৮ লাখ মানুষ-যুগান্তর
  • সারাদেশে ৯০ লাখ ৯৩ হাজার পশু কোরবানি হয়েছে -বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি আর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬,উদ্ধার ৮৪ হাজারের বেশি, নিখোঁজ বহু, ৬ জেলায় লাল সতর্কতা -আনন্দবাজার
  • কাশ্মীরিরাই সিদ্ধান্ত নিন তাঁরা কী চান, রাষ্ট্রসংঘের দোহাই দিয়ে নয়া চাল ইমরান খানের-সংবাদ প্রতিদিন
  • জাতীয় রাজনীতিতে মমতার পদক্ষেপের পদধ্বনি, সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন

বাংলাদেশের সব জাতীয় দৈনিকের আজও প্রধান খবর কঠোর বিধিনিষেধ। এ সম্পর্কে লেখা হয়েছে, বিধিনিষেধের দ্বিতীয় দিন: বাড়ছে ব্যক্তিগত গাড়ির চলাচল। করোনা সংক্রমণ প্রতিরোধে ঈদের পর শুরু হওয়া ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে আজ। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীতে চলছে প্রাইভেট কার,মাইক্রোবাস, মোটরসাইকেল,রিকশা ও পণ্যবাহী ট্রাক। ‘লকডাউনের’ প্রথম দিন গতকাল রাজধানীতে গ্রেপ্তার ৪০৩। এ খবর দিয়েছে মানবজমিন। যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, এক দিনে ঢাকায় ফিরেছে আট লাখের বেশি মানুষ। ঈদুল আজহার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার আট লাখ ২০ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। আর ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার মানুষ ঢাকা ছেড়েছেন।

করোনা নিয়ে মানবজমিনের খবর-সরজমিন খুমেক হাসপাতাল-‘বহু চেষ্টা করেছি বাবাকে বাঁচাতে পারলাম না’। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আহাজারি করছেন নড়াইলের নয়ন কুমার কুণ্ডু। মুমূর্ষু রোগী ছাড়া ঠাঁই মিলছে না হাসপাতালে। ভ্যাকসিনের জন্য অনুরোধ জানাচ্ছেন কোভিড আক্রান্তরা, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে'। আর কালের কণ্ঠের শিরোনাম-এখন বড় দুই চ্যালেঞ্জ। খবরটিতে লেখা হয়েছে,শঙ্কার মাঝেও ঈদ উদযাপনের পর নতুন মেয়াদে ১৪ দিনের বিধি-নিষেধ বাস্তবায়ন করে সংক্রমণের লাগাম টানা আর গত ৯ দিনে শিথিল চলাফেরায় যারা অজান্তেই আক্রান্ত হয়েছে, সামনে তাদের চিকিৎসা নিশ্চিত করাই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আক্রান্তদের মধ্যে যাদের হাসপাতালে যেতে হবে সেই চাপ কতটা সামাল দিতে পারবে তা নিয়ে সংশয়ে আছে স্বাস্থ্য বিভাগ।

তাৎপর্যপূর্ণ সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী-মানবজমিন

তাৎপর্যপূর্ণ এক সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই’র বিশেষ আমন্ত্রণে  দ্রুততম সময়ের মধ্যে সফরটি হচ্ছে। কূটনৈতিক সূত্রে এ তথ্য মিলেছে। মন্ত্রী মোমেন শুক্রবার মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হ্যাঁ, চীন যাবো, উনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি গ্রহণ করেছি। এখন সময় এবং সুযোগের অপেক্ষায় আছি।

পাওনাদারের লাশ নিয়ে দেনাদারের ঘরের সামনে স্বজনরা-মানবজমিন

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকার শোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুনীল চন্দ্র দাস (৪০)। শুক্রবার রাত নয়টায় আলীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে শনিবার সকাল নয়টা থেকে লাশ নিয়ে স্বজনরা দেনাদার ইউসুফ মুসল্লির ঘরের সামনে অবস্থান করেন। এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।  নিহত সুনীল চন্দ্র দাসের স্ত্রী মাধুরী দাস সাংবাদিকদের জানান, প্রায় দুই বছর আগে আলীপুর বাজারে ভিটি দেয়ার কথা বলে আমার স্বামী সুনীল চন্দ্র দাসের কাছ থেকে আট লাখ টাকা নেন স্থানীয় ইউসুফ মুসল্লি। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেন তিনি। এনিয়ে এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা সালিশ করলেও টাকা পাননি সুনীল দাস। পরে টাকার শোক সইতে না পেরে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। 

চামড়ায় সেই একই দৃশ্য-মানবজমিন

করোনা মহামারির মধ্যে দ্বিতীয়বারের মতো উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর চামড়ার ক্রেতা না থাকায় পানির দরে বিক্রি হয়েছে চামড়া। যদিও ঈদের আগে চামড়ার দর নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।ঢাকায় মোটামুটি দাম পাওয়া গেলেও রাজধানীর বাইরে সবচেয়ে ভালো মানের কাঁচা চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ ১০০ টাকায়। আর মাঝারি মানের চামড়া বিক্রি হয়েছে ৫০-৮০ টাকার মধ্যে। কোথাও কোথাও ১৫-২০ টাকায়ও বিক্রি হয়েছে চামড়া।

সংশ্লিষ্টরা বলছেন, বিগত বছরগুলোতে নামাজের পর পরই বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য মৌসুমি চামড়া ব্যবসায়ীর ভিড় দেখা গেলেও এবার তাদের দেখা মেলেনি। মৌসুমি ব্যবসায়ীরা ৮০ হাজার টাকার গরুর চামড়ার দাম দিচ্ছেন ৮০ টাকারও কম।

আর এক লাখ টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে ১০০ টাকা। ৪০ থেকে ৬০ হাজার টাকা দামের পশুর চামড়ার দাম ১৫-২০ টাকা।

জানা গেছে, গত বছর কোরবানির ঈদের পর চামড়ার দাম পড়ে যাওয়া নিয়ে দেশে ?হুলস্থূল হয়েছে। এবার গতবারের পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে। গত বছরের তুলনায় এ বছর ৫ টাকা করে বাড়িয়ে চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু কাঁচা চামড়ার দাম সামান্য বাড়লেও একাধিক সিন্ডিকেট চক্রের হাতেই জিম্মি হয়ে আছে বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। ফলে এ বছরেও মৌসুমি ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে।এদিকে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার পাশাপাশি অনেক এলাকায় কোরবানির পশুর চামড়া নালা-নর্দমাতেও ফেলে দেয়া হয়েছে। এসব চামড়া নিয়ে করপোরেশনের কর্মীরা বেকায়দায় পড়েছেন। 

নতুন প্রকল্প ,বিদেশফেরতদের জন্য সুখবর-প্রথম আলো

বিদেশ ফেরতদের জন্য সুখবর

নগদ টাকা ও ঋণ দেবে সরকার। কর্মসংস্থানের ব্যবস্থাও থাকবে। এ বিষয়ক প্রকল্প অনুমোদনের জন্য একনেক সভায় উঠছে।অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টি করতে ৪২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।এক বছরে মোট ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। তাঁদের মধ্য থেকে দুই লাখ কর্মীকে বাছাই করা হবে।

করোনার সময় চাকরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা দুই লাখ প্রবাসী বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। প্রবাসী বাংলাদেশিদের নগদ টাকাও (ক্যাশ ইনসেনটিভ) দেওয়া হবে। উদ্যোক্তা হওয়ার জন্য ঋণের প্রয়োজন হলে সরকার সে ব্যবস্থা করে দেবে। কেউ যদি আবার বিদেশ যেতে চান, তাঁকে প্রয়োজনীয় সনদসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

প্রত্যাগত অভিবাসী কর্মীদের অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টি করতে ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর সিংহভাগই অর্থাৎ ৪২৫ কোটি টাকাই ঋণ দেবে বিশ্বব্যাংক। গত ২৩ মার্চ বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি সই হয়েছে। ২৮ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের কথা রয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ বাস্তবায়ন করবে।

সুবিধাভোগী কারা হবেন

প্রথম দফায় দুই লাখ কর্মীকে ৩২ জেলা থেকে বাছাই করা হবে। অভিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে বিবেচিত জেলাগুলো হলো ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, সিলেট ও সুনামগঞ্জ জেলা।

কর্মসংস্থান হবে কীভাবে

বাছাই করা দুই লাখ বিদেশফেরত কর্মী কী করতে চান, সেটা জেনে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হবে। উদাহরণ দিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কেউ বিদেশে গাড়ি চালাতেন, কিন্তু এখন কোনো সনদ নেই, তাঁকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিটিআরসি) থেকে পরীক্ষা–নিরীক্ষা করে সনদ দেওয়া হবে। সেই সনদ দিয়ে চাইলে ওই কর্মী ফের বিদেশে যেতে পারবেন। কিংবা দেশের মধ্যেই গাড়ি চালাতে পারবেন। ওই কর্মীর যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, তাঁকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) মাধ্যমে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। কোনো বিদেশ ফেরত কর্মী যদি উদ্যোক্তা হওয়ার আগ্রহের কথা জানান, তাঁকে এসএমই ফাউন্ডেশনে প্রশিক্ষণের ব্যবস্থা করে সেখান থেকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে।

কেউ যদি বড় কোম্পানিতে কাজ করার আগ্রহ দেখান, তাঁর সেই যোগ্যতা থাকে, তাঁকে শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) প্রশিক্ষণের ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। আবার বিদেশ যেতে চাইলে সেই ব্যবস্থা করা হবে। এই প্রশিক্ষণের সময় দুই লাখ বিদেশফেরত কর্মীর প্রত্যেককে ১৩ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে সম্মানী বাবদ।

জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান প্রথম আলোকে বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি করা। এখান থেকে সফলতা মিললে পরবর্তী সময়ে কর্মীর সংখ্যা আরও বাড়ানো হবে।

এক দিনে ঢাকায় ফিরেছেন ৮ লাখ মানুষ-যুগান্তর

এক দিনে ঢাকায় ফিরেছে আট লাখের বেশি মানুষ। ঈদুল আজহার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার আট লাখ ২০ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। আর ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার মানুষ ঢাকা ছেড়েছেন। 

ঢাকায় প্রবেশ করা এবং ঢাকা থেকে বের হওয়া মোবাইল ফোনের সিমের হিসাব দিয়ে শুক্রবার বিকালে ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি আরও বলেন, ‘আজকে থেকে শুরু হওয়া লকডাউন ও তার পরে কী হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কী প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।’

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

কাশ্মীরিরাই সিদ্ধান্ত নিন তাঁরা কী চান, রাষ্ট্রসংঘের দোহাই দিয়ে নয়া চাল ইমরান খানের-সংবাদ প্রতিদিন

ইমরান খান

পাক অধিকৃত কাশ্মীরে (POK) নির্বাচনের আগে প্রচারে এসে ফের কাশ্মীর ‘তাস’ খেললেন ইমরান খান (Imran Khan)। জানালেন‌, কাশ্মীরের মানুষদেরই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক যে তাঁরা পাকিস্তানের (Pakistan) অংশ হতে চান নাকি ‘স্বাধীন দেশে’র বাসিন্দা হবেন। ভারত বরাবরই জানিয়ে এসেছে জম্মু ও কাশ্মীর চিরকালই ভারতেরই অংশ ‘ছিল, আছে ও থাকবে’। কিন্তু পাকিস্তান বারবারই বিতর্ক উসকে দিয়েছে। ইমরানের এদিনের মন্তব্যেও সেই সুরই লক্ষিত হল।আগামী রবিবার ২৫ জুলাই পাক অধিকৃত কাশ্মীরের তরল খল অঞ্চলে নির্বাচন। তার আগে প্রচারে এসে এক বিরোধী নেতার দাবি প্রত্যাখ্যান করেই এমন কথা জানালেন ইমরান। ওই নেতার দাবি ছিল, কাশ্মীরকে নিজেদের রাজ্য হিসেবেই রাখতে চায় পাকিস্তান। সেই দাবিকে উড়িয়ে এদিন ইমরান দাবি করলেন, কাশ্মীরিরা কী চান, সেটা তাঁদের হাতেই ছেড়ে দেওয়া হোক। তাঁর মতে, শিগগিরি এমন দিন আসবে যেদিন রাষ্ট্রসঙ্ঘের মত অনুসরণ করে কাশ্মীরের মানুষকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া হবে। অর্থাৎ এবিষয়ে গণভোটের ‘টোপ’ দিলেন পাক প্রধানমন্ত্রী।একথা সর্বজনবিদিত যে, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের অন্যতম কারণ কাশ্মীর ইস্যু। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা (Special status) তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। এরপর থেকে পাকিস্তান বারবার বিষয়টির উত্থাপন করেছে রাষ্ট্রসঙ্ঘে। কিন্তু ভারত কড়াভাবে জানিয়ে দিয়েছে, এটা একান্তই দেশের অভ্যন্তরীণ বিষয়। এর সমাধানের জন্য অন্য কোনও দেশের সঙ্গে আলোচনা চায় না নয়াদিল্লি।

মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি আর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬,উদ্ধার ৮৪ হাজারের বেশি, নিখোঁজ বহু, ৬ জেলায় লাল সতর্কতা-আনন্দবাজার পত্রিকা

প্রাকৃতিক বিপর্যয়ে মহারাষ্ট্রে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে এখন পর্যন্ত প্রবল বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১৩৬ জন মারা গেছেন। বিপদসংকুল এলাকায় এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হয়েছে।

একটানা প্রবল বর্ষণে বিধ্বস্ত মহারাষ্ট্রের রত্নগিরি, রায়গড় এবং সাতারা। তিন জেলাতেই আকাশ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে অনেকের। ভেসে গিয়েছে ঘর-বাড়ি। জলের তলায় রাস্তাঘাট, দোকান-বাজার। জানা গিয়েছে, গত দু’দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২৯ জন। এঁর মধ্যে বৃহস্পতিবার রায়গড় জেলার তালাই গ্রামে ভূমিধসের (Landslide) কারণে মৃত্যু হয়েছে ৩৮ জনের। মহারাষ্ট্র বিপর্যয় মোকাবিলা দপ্তরের সিনিয়র আধিকারিক জানান, ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে রাজ্যের ছবিটা। ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। জোর কদমে চলছে উদ্ধারকাজ। ভূমিধসে ও প্রবল বৃষ্টিতে আটকে পড়েছেন বহু। হেলিকপ্টারের মাধ্যমে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ৮০-৮৫ জন। জানা গিয়েছে, নৌসেনা বাহিনী, উপকূলরক্ষী বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ মোট ১৫ টি দল সর্বহারা মানুষগুলিকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে ৮৪ হাজার মানুষকে পুণের কাছে নিরাপদ এলাকায় সরিয়ে আনা হয়েছে। যাঁদের মধ্যে কোলাপুর জেলারই ৪২ হাজারের বেশি বাসিন্দা রয়েছেন।

জাতীয় রাজনীতিতে মমতার পদক্ষেপের পদধ্বনি, সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত-আজকাল

মমতা ব্যানার্জী

তিনি এখন সাংসদ নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে, নজিরবিহীনভাবেই তৃণমূলের সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে বেছে নিয়েছেন। ২৬ জুলাই মমতা দিল্লি যাচ্ছেন। তার আগে এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে পদধ্বনির ইঙ্গিতবাহী। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ, সুখেন্দু শেখার রায় ও ডেরেক ওব্রায়েন অবশ্য বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সাংসদ নন, কিন্তু তিনি সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী। তাই, তার পরামর্শ আর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দল। সেই কারণে তাকে সংসদীয় দলের চেয়ারপারসন করা হচ্ছে। বলাই বাহুল্য, সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুটপ্রিন্ট বাড়ানোর জন্যই তৃনমূলের এই প্রয়াস।এরই প্রেক্ষিতে মমতা ২৬ জুলাই রাতে দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন মমতা। কথা হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল এর সঙ্গেও। বিরোধী নেতাদের একদিন মধ্যাহ্নভোজ অথবা ডিনারে ডাকতে পারেন মমতা। পশ্চিমবঙ্গে বিপুল জয়ের কৃতজ্ঞতা প্রকাশেই এই আমন্ত্রণ। আসল উদেশ্য হবে বিরোধী ঐক্যের সলতে পাকানো।

তিন দশকের মধ্যে প্রথমবার-ভারতের তিব্বত সীমান্তে 'গোপন সফর' চীনের-সংবাদ প্রতিদিন

হিন্দুস্তান টাইমেসর খবরে লেখা হয়েছে,তিন দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের তিব্বত সীমান্ত পরিদর্শন করেছেন। তিনি গত বুধবার (২১ জুলাই) থেকে তিব্বতে 'গোপন সফরে' আছেন। ইতিমধ্যে তার এই সফর সবার আগ্রহের কেন্দবিন্দুতে পরিণত হয়েছে। চীনের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। 

অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী নিয়াংচি এয়ারপোর্টে নামার পরে রেললাইন পরিদর্শন করেন জিনপিং। এছাড়াও ব্রহ্মপুত্র নদীও পরিদর্শন করেন তিনি। ব্রহ্মপুত্র নদকে তিব্বতি ভাষায় ইয়ারলুং জাংবো নদী বলা হয়।

সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শি জিনপিং লাসা সফর করছেন। তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার সফর নিশ্চিত করা হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪

ট্যাগ