জানুয়ারি ২৯, ২০২৩ ১৬:০৭ Asia/Dhaka
  • একদলীয় শাসন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ নেতারা মুখে এক কথা বলে কাজে আরেক, জনগণের কাছে তাদের চরিত্র স্পষ্ট হয়ে গেছে- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আগামীর আন্দোলন কর্মসূচি নিয়ে ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন,পুরো জাতিকে একটি অশান্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। চলমান আন্দোলন, দেশের বর্তমান পরিস্থিতিসহ ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা হয়েছে। চলমান আন্দোলন আরো বেগবান করতে একমত পোষণ করেছেন তাদের জোটের শরীকরা ।

বিএনপি মহাসচিব জানান, চলমান যুগপৎ আন্দোলন মানুষের মধ্যে সাড়া ফেলেছে। সবার অংশগ্রহণে ভিন্নমাত্রা পেয়েছে যুগপৎ আন্দোলন।

তিনি বলেন, জনগণের কাছে এখন স্পষ্ট, একদলীয় শাসন চাপিয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে সরকার। মানুষ জানে না তারা ভোট দিতে পারবে কি না। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ