আগস্ট ০৫, ২০২৪ ১৫:৪০ Asia/Dhaka
  • ‘সন্দেহজনক’ বলে কঠোর সমালোচনা করল ইরান

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে ইউরোপের নীরবতাকে সন্দেহজনক বলে কঠোর সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল (রোববার) সন্ধ্যায় স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানজা ফাজোনের সাথে এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।

তিনি জোর দিয়ে বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ অবশ্যই ইরান নেবে এবং এটি বৈধ অধিকার। 

ফোনালাপে বাকেরি বলেন, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড, ইরান, লেবানন ও ইয়েমেনে ইসরাইলের অপরাধমূলক আগ্রাসনের বিষয়ে ইউরোপের নীরবতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাসে বাধা দেয়ায় ইরান বিস্মিত হয়েছে। সর্বোপরি, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় ইউরোপের নীরবতা ইরানের কাছে প্রশ্ন সৃষ্টি করেছে।

ফোনালাপে স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফাজোন বলেন, তার দেশ যেকোনো আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের নিন্দা জানায়। তিনি আশা করেন, সব পক্ষ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ধৈর্যের পরিচয় দেবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৫

ট্যাগ