আমরা সকল শত্রুকে তাড়া করে শাস্তি দেব: জেনারেল সালামি
ফিলিস্তিনি জনগণ অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ফিলিস্তিনি জনগণ অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে এবং ইসরাইল ও তার মিত্ররা তাদের অপরাধের ফল ভোগ করবে।
তিনি গতকাল (বুধবার) তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে দেয়া বক্তব্যে এ আশা ব্যক্ত করেন। জেনারেল সালামি বলেন, “আজ আমরা গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিরোধ দেখতে পাচ্ছি; এটি দৃশ্যত অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু শিগগিরই এটি ফিলিস্তিনি জনগণের ধৈর্যের রহস্য হিসেবে প্রমাণিত হবে। তারা অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে এবং ইসরাইল তার অপরাধের ফল ভোগ করবে।”
তিনি বলেন, ইরান আজ একটি ‘শক্তিশালী, নিরাপদ ও গর্বিত’ দেশ যেটি জালিমের সঙ্গে মুখের ভাষায় নয় বরং শক্তিমত্তার ভাষায় কথা বলে। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, “আমরা সকল শত্রুকে তাড়া করে শাস্তি দেব এবং তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব; শত্রুকে তাড়া করে তাকে শাস্তি দেয়া একটি বাস্তবতা যার অভিজ্ঞতা আমরা বিগত ৪৫ বছরে বহুবার অর্জন করেছি।”
তিনি বলেন, “যখনই ইসলামের শক্তি শানিত হয়েছে ও বৃদ্ধি পেয়েছে তখনই কাফির, মুশরিক ও মুনাফিকরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জিহাদের ক্ষেত্র তৈরি হয়েছে। বর্তমান সময়টি তার ব্যতিক্রম নয়।”
জেনারেল সালামি বলেন, “ইরান ও মুসলিম উম্মাহ টিকে থাকবে এবং ইসলামের শত্রুরা অপমানিত অবস্থায় মুসলিম ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হবে। এই ঘটনা এর আগে ইরান, আফগানিস্তান, ইরাক ও ইয়েমেনসহ বহু দেশে ঘটেছে।”
তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান অচিরেই ইসরাইলের ওপর হামলা চালাবে বলে যখন ব্যাপক জল্পনা চলছে তখন এ বক্তব্য দিলেন আইআরজিসি প্রধান। ইরান বলেছে, হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ অবশ্যই নেয়া হবে তবে তা হবে তেহরানের ইচ্ছে ও সময় অনুযায়ী।#
পার্সটুডে/এমএমআই/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।