জানুয়ারি ৩০, ২০২৩ ০৯:৫০ Asia/Dhaka
  • ‘আইআরজিসি’কে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দিলে কঠোর ব্যবস্থা’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রতি তেহরানের সার্বিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব অনুযায়ী আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়া হলে ইরান ‘কঠোর’ ব্যবস্থা নেবে।

সম্প্রতি ইউরোপের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার শিকার চার ইরানি সংসদ সদস্যের সঙ্গে রোববার তেহরানে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি ইরানি সংসদ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইউরোপীয়রা ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থা, এদেশের জনগণ এমনকি প্রবাসী ইরানি নাগরিকদের মানসিকতা বা চিন্তা-চেতনা উপলব্ধি করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি নিষেধাজ্ঞার শিকার ইরানি সংসদ সদস্যদের বলেন, “আপনাদের ওপর নিষেধাজ্ঞা প্রমাণ করে যে, আপনারা কার্যকরভাবে দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছেন যা ইউরোপীয়রা সহ্য করতে পারেনি।”

গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের ৩০ জন কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইইউর ভাষায়, ইরানের ‘সাম্প্রতিক সহিংসতা’ দমনে ভূমিকা রাখার জন্য এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই দিন আমেরিকা ও ব্রিটেনও নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ইউরোপীয় পার্লামেন্ট আইআরজিসি’কে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইইউর প্রতি আহ্বান জানায়।তবে ইইউর শীর্ষ কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, আদালতের রায় ছাড়া এই প্রস্তাব কার্যকর করা সম্ভব নয়।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোববারের বৈঠকে আরো বলেন, “আইআরজিসি ইরানের রাষ্ট্রব্যবস্থার অংশ এবং এদেশের রাষ্ট্রীয় সামরিক বাহিনী। কাজেই বাস্তবতা উল্টোভাবে তুলে ধরে যদি এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয় তাহলে ইরানের জবাব হবে অত্যন্ত কঠোর।” তিনি বলেন, ইউরোপীয়রা একথা উপলব্ধি করেই আইআরজিসি’র বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের ‘বি’ প্ল্যান কার্যকর করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, অন্যান্যের সঙ্গে সেই নিষেধাজ্ঞার শিকার হয়েছেন ইরানের চার সংসদ সদস্য।#

পার্সটুডে/এমএমআই/৩০

ট্যাগ