ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখার নয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র! পাল্লা: ১৩৭৫ কি.মি
https://parstoday.ir/bn/news/iran-i154804-ইরানের_বিপ্লবী_গার্ড_বাহিনীর_নৌ_শাখার_নয়া_দূরপাল্লার_ক্ষেপণাস্ত্র!_পাল্লা_১৩৭৫_কি.মি
পার্স-টুডে: ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি শনিবার ঘোষণা করেছেন যে তার বাহিনীর সর্বশেষ নৌ মহড়ার সময় ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের পাল্লা পারস্য উপসাগরের পুরো দৈর্ঘ্যের চেয়েও বেশি।
(last modified 2025-12-07T10:40:33+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৫ ১১:৫৬ Asia/Dhaka
  • ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখার নয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র! পাল্লা: ১৩৭৫ কি.মি
    ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখার নয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র! পাল্লা: ১৩৭৫ কি.মি

পার্স-টুডে: ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি শনিবার ঘোষণা করেছেন যে তার বাহিনীর সর্বশেষ নৌ মহড়ার সময় ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের পাল্লা পারস্য উপসাগরের পুরো দৈর্ঘ্যের চেয়েও বেশি।

অ্যাডমিরাল তাংসিরি জানান, পারস্য উপসাগর, নাজে'আত দ্বীপপুঞ্জ, হরমুজ প্রণালী এবং ওমান সাগর জুড়ে পরিচালিত সাম্প্রতিক "এক্তেদার" (শক্তি) সামরিক মহড়ার সমস্ত পরিকল্পিত লক্ষ্য অর্জন করা হয়েছে। এই মহড়ায় আইআরজিসি নৌবাহিনীর ক্ষমতার একটি অংশ, বিশেষ করে এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য প্ল্যাটফর্ম উভয়ই রয়েছে, প্রদর্শন করা হয়েছে।

 

তাংসিরি উপসাগরের ১,৩৭৫ কিলোমিটার দৈর্ঘ্যের কথা তুলে ধরে বলেন, "এই মহড়ায় আমরা এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যার পাল্লা উপসাগরের দৈর্ঘ্যকে ছাড়িয়ে যায়। এটি একটি আইআরজিসি নৌবাহিনীর পণ্য যার অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে উৎক্ষেপণের পরে কমান্ড গ্রহণের ক্ষমতাও রয়েছে।"

তিনি জোর দিয়ে বলেন যে মহড়ায় ব্যবহৃত সমস্ত অস্ত্র পুরোপুরি দেশীয়ভাবে তৈরি, যা "অসাধারণভাবে উচ্চ নির্ভুলতা" সহ একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার প্রকাশ করে। তিনি ক্ষেপণাস্ত্রটির নাম গোপন রাখেন তবে বলেন যে এর নির্ভুলতা "শত্রুরা স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে।"

বিমানবাহী মার্কিন যুদ্ধ-জাহাজ থেকে দূরত্ব বজায় রাখার খবর অস্বীকার করলেন তাংসিরি

আইআরজিসি বাহিনী মার্কিন বিমানবাহী রণতরীর কাছে যেতে পারে না এমন খবর বা দাবি তাংসিরি সরাসরি উড়িয়ে দিয়েছেন।  তিনি বলেছেন, "এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা আগেও তাদের কাছে গিয়েছিলাম এবং এমনকি তাদের অজান্তেই তাদের জাহাজগুলিকে চিহ্নিত করেছি''। তিনি সম্প্রতি প্রকাশিত আকাশ-থেকে-নেয়া চিত্রের দিকেও ইঙ্গিত করেছেন যেখানে আইআরজিসি নৌবাহিনীর ড্রোনগুলি একটি মার্কিন বিমানবাহী রণতরী পর্যবেক্ষণ করছে, জোর দিয়ে বলেছেন যে বাহিনী সমগ্র পারস্য উপসাগরের উপর পূর্ণ নজরদারি এবং নিয়ন্ত্রণ বজায় রেখেছে। " আমেরিকান বাহিনীর উপর ব্যাপক নজরদারির ক্ষমতা আমাদের রয়েছে,"বলে তিনি মন্তব্য করেন।

 শত্রুরা আগ্রাসনের চেষ্টা করলে তাদের প্রতি কোনো নমনীয়তা বা উদারতা দেখানো হবে না বলেও তাংসিরি মন্তব্য করেছেন। #

পার্স টুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।