জানুয়ারি ২২, ২০২৩ ১৭:০৬ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানকে নিয়ে আমার অভিজ্ঞতা'

সকলকে নমষ্কার জানিয়ে চিঠি শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে, অজানাকে জানার, অচেনাকে চেনার। আর এইসকল জানতে ও চিনতে অজানার উদ্দেশ্যে রওনা দিতেন স্বনামধন্য মানুষজন। আমরা যারা ছাপোষা মানুষ, তারা সাহায্য নিই ব‌ই, বেতার এবং বর্তমানে মোবাইল। বিশ্বের বিভিন্ন দেশ বেতার অনুষ্ঠান প্রচার করে। তন্মধ্যে বেতার তেহরানের বাংলা অনুষ্ঠান অন্যতম। আর তার কারণে নিয়মিত বেতার তেহরান শুনে আসছি। 

ইরানের রাজধানী তেহরান থেকে প্রতিদিন অনুষ্ঠান প্রচারিত হয়। এই অনুষ্ঠান বেতার ছাড়া অন্যান্য মাধ্যমেও অনুষ্ঠান শোনার সুবিধা আছে। আমার মতে, শ্রোতারা যে মাধ্যমেই অনুষ্ঠান শুনুন না কেন, তাতে দেশটিকে জানার জন্য যথেষ্ট।

প্রতিদিন অনুষ্ঠান প্রচারের শুরুতে শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ অর্থসহ কুরআন থেকে তেল‌ওয়াত। তারপর প্রতিদিন নিরপেক্ষ বিশ্ব সংবাদ। সংবাদ শেষে উপমহাদেশের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। তারপর প্রতিদিন দুই বাংলার জনপ্রিয় সব দৈনিক পত্রিকার শিরোনাম পাঠ, তৎসঙ্গে বিশেষ সংবাদ নিয়ে সংবাদ বিশ্লেষণ। সাপ্তাহিক পরিবেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠান- নারী মানব ফুল, মহিলাবিষয়ক অনুষ্ঠান, রংধনু অনুষ্ঠানটি শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠান হলেও সকলের ভালো লাগবে। 

'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' শীর্ষক অনুষ্ঠানে বিজ্ঞানে ইরানিদের নানা কৃতিত্ব নিয়ে আলোচনা করা হয়। জনপ্রিয় পরিবেশনা 'গল্প প্রবাদের গল্প' অনুষ্ঠানটি থেকে পারস্য দেশের অনেক সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়া যায়। স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার বাবুর সাক্ষাৎকার প্রচারিত হয়। 

আমরা অনেকেই জানি ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ চলেছিল আট বছর (১৯৮০-১৯৮৮), এই সময়ে যুদ্ধের অঙ্গনে ইরানিদের নানা কৃতিত্ব নিয়ে আলোচনা করা হয় ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে। 

আরো একটি জনপ্রিয় পরিবেশনা আলাপন। উপমহাদেশের সমসাময়িক যেকোন ঘটনার আলোকে পরিবেশনাটি পরিবেশিত হয়। কুরআনের আলো আরো একটি পরিবেশনা, যা শুনলে মন ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর শ্রোতাদের মতামতের অনুষ্ঠান প্রিয়জন। তেহরান বেতারে লেখা শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে চিঠিগুলি পরিবেশন করা হয় প্রতি সোমবার।

ভবিষ্যতে লেখার প্রতিশ্রুতি দিয়ে আজ এখানে শেষ করছি। বাংলা বিভাগের সকলকে শুভেচ্ছা জানিয়ে ইতি টানছি। নমষ্কার, সালাম।

 

অজয় কুমার সরকার, 
'স্বপ্ননীড়' হটুদেওয়ান নাগেরপাড়া 
ডাকঘর: বর্ধমান, জেলা-পূর্ব বর্ধমান
পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ