জানুয়ারি ২৪, ২০২৩ ১৫:২৫ Asia/Dhaka
  • শ্রেষ্ঠ ক্লাবের পুরস্কার প্রাপ্তিতে আইআরআইবি ফ্যান ক্লাব কর্মকর্তাদের অনুভূতি

প্রিয় সুহৃদ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২১ সালের ন্যায় এবারও 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' রেডিও তেহরান বাংলা’র 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব' হিসেবে নির্বাচিত হয়েছে।

রেডিও তেহরান বাংলা’র ২০২২ সালের শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল, বিভাগীয়, জেলা, উপজেলাসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে ওঠা আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাবগুলোকে তাদের সামাজিক-সাস্কৃতিক কর্মকাণ্ডসহ রেডিও তেহরান বাংলার প্রচার ও প্রসার এবং রেডিও তেহরান বাংলা’র শ্রোতা বৃদ্ধিতে শ্রোতাক্লাবগুলোর সারা বছরের সক্রিয় ভূমিকার সচিত্র প্রতিবেদন ও বাস্তব কর্মকাণ্ডসমূহ রেডিও তেহরান বাংলা’র কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয়। রেডিও তেহরান কর্তৃপক্ষ ক্লাবগুলোর সারা বছরের সামাজিক-সাস্কৃতিক কর্মকাণ্ড ও রেডিও তেহরান বাংলা’র প্রচার ও প্রসারের বিষয়টি বিচার-বিশ্লেষণ করে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশকে শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব হিসেবে নির্বাচিত করেছেন। এজন্য আমরা ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং-এর বাংলা বিভাগ তথা রেডিও তেহরান বাংলা কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে রেডিও তেহরান বাংলা’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন

সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে রেডিও তেহরান বাংলা'র প্রচার ও প্রসারের লক্ষ্যে সারা বছর কুইজ, রচনা, প্রবন্ধসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি মানবতার কল্যাণে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ যেকোনো দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ বিতরণ ও সর্বাত্মক মানবিক সহযোগিতা, সেবা নিশ্চিত করে অনন্য ভূমিকা পালন করে আসছে। আগামীতেও সকলের সহযোগিতায় আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। রেডিও তেহরান বাংলা’র জনপ্রিয়তাকে বিশ্বের দরবারে সমুন্নত রাখতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এবং বাংলাদেশ-ভারতের শ্রোতা ও শ্রোতা ক্লাবগুলোর সাথে নিঃস্বার্থভাবে সার্বক্ষণিক সময় দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে উজ্জীবিত করে রাখার নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রাণাধিক প্রিয় জনাব আশরাফুর রহমান। যার অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না।

যেখানে শক্তিশালী আন্তর্জাতিক বিভিন্ন বেতারের সম্প্রচার বন্ধের পালা শুরু হয়েছে অনেক আগে থেকেই; সেখানে নানা সীমাবদ্ধতা, প্রতিকূল পরিবেশ ও শত প্রতিবন্ধকতার মাঝেও শ্রোতাদের পরামর্শ ও মতামতের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠান সম্প্রচার এবং তাদের দাবিসমূহ পূরণ করতে রেডিও তেহরান বাংলা নানামুখী শ্রোতাবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে ২০২১ সালে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগ এবং ২০২২ সালে বিবিসি বাংলা এবং তারও পূর্বে ডয়চে ভেলেসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বেতার সম্পূর্ণরূপে তাদের বাংলা সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এসব দিক বিবেচনা করলে শ্রোতাবান্ধব আন্তর্জাতিক বেতার হিসেবে রেডিও তেহরান বাংলা এখন সবার শীর্ষে অবস্থান করছে।

ইরান কালচারাল সেন্টারে প্রথম বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশ ও ভারতে গড়ে ওঠা বিভিন্ন শ্রোতা ক্লাবগুলো তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে রেডিও তেহরান বাংলা’র শ্রোতা বৃদ্ধি ও শ্রোতাদের উজ্জীবিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া রেডিও তেহরানের মাসিক, বার্ষিক ও লাইভ অনুষ্ঠানসহ পার্সটুডের নিউজ শেয়ারের জন্য শ্রোতাদের রয়েছে অসংখ্য পুরস্কার। রেডিও তেহরান বাংলা’র উত্তরোত্তর সাফল্য অর্জনে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ সবসময় রেডিও তেহরান বাংলা’র সহযোগী সংগঠন হিসেবে এবং দুই বাংলার সকল শ্রোতা ও শ্রোতা ক্লাবের সকল কার্যক্রম পরিচালনায় সহযোগী হয়ে পাশে থাকবে।   

এক নজরে ২০২২ সালে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর বাস্তবায়িত কর্মসূচি

১. আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইরান কালচারাল সেন্টারে রেডিও তেহরান বাংলা’র শ্রোতাদের নিয়ে বর্ষপূর্তি উদযাপন এবং প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

২. পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ পরিবারের (দুঃস্থ-অসহায় ও দরিদ্র) মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ। 

৩. জাতীয় প্রেস ক্লাব ঢাকায় দেশের বিভাগীয়, জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের নবীন-প্রবীণ শ্রোতা, রেডিও তেহরান বাংলা ও বাংলাদেশে নিযুক্ত ইরান দূতাবাসের রাষ্ট্রদূত এবং কর্মকর্তাদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রেডিও তেহরান বাংলা’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

৪. দেশ বরেণ্য ও আন্তর্জাতিক বেতার শ্রোতা হিসেবে ৬ জন প্রবীণ শ্রোতাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান।

৫. রেডিও তেহরান বাংলা’য় জনাব আশরাফুর রহমান-এর ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন।

৬. সুনামগঞ্জে ২০২২ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই ও শিক্ষা উপকরণ বিতরণের জন্য আর্থিক সহযোগিতা প্রদান।

৭. কিশোরগঞ্জ শ্রোতা সম্মেলন উপলক্ষে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ পক্ষ থেকে বিশেষ অনুদান।

৮. আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে কুমিল্লায় ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ।

৯. আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে টাঙ্গাইল-এর সদর উপজেলা ৩টি ইউনিয়নের নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত চরাঞ্চলসহ দুঃস্থ ও অসহায় ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ।

১০.  রেডিও তেহরান বাংলা’র প্রচার ও প্রসারের জন্য নিয়মিত বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন।

১১.  রেডিও তেহরান বাংলা’র প্রচার ও প্রসারের জন্য বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন।

১২.  রেডিও তেহরান বাংলার শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানসূচি, লিফলেট, চাবি রিং, কলম ও অন্যান্য প্রচার সামগ্রী বিতরণ।

১৩.  সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বেতার শ্রোতা গ্রুপসহ অন্যান্য গ্রুপে রেডিও তেহরান বাংলার লাইভ অনুষ্ঠান শেয়ার করা।

১৪.  ব্যক্তিগত ভাবে শ্রোতাদের সাথে যোগাযোগ, আলোচনা ও রেডিও তেহরান বাংলা’র অনুষ্ঠান শুনতে উদ্বুদ্ধকরণ।

ইরানের কালচালার কাউন্সিলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের সঙ্গে আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ ও সাধারণ সম্পাদক আবু তাহের

চলতি বছরেও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর উপদেষ্টামণ্ডলী, সমন্বয়কারী, কার্যকরী পরিষদ ও রেডিও তেহরান বাংলা’র কর্তৃপক্ষের সাথে যৌথভাবে আলোচনা করে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ্ থাকুন এবং নিরাপদে থাকুন এ প্রত্যাশা রইল।

 

নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনাসহ-

 

জাকারিয়া চৌধুরী যুবরাজ, সভাপতি

আবু তাহের, সাধারণ সম্পাদক

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ