জানুয়ারি ২২, ২০২৩ ১৫:২৩ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের উগ্রবাদী মন্ত্রিসভা বিচার বিভাগে সংস্কার আনার যে পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে তেল আবিবে লাখো মানুষ প্রতিবাদ জানিয়েছে। বলা হচ্ছে- নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ-প্রতিবাদ। এই বিক্ষোভে অংশ নেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ।

গত মাসে নেতানিয়াহু নতুন করে ক্ষমতায় ফিরেছেন এবং বিতর্কিত ও উগ্রবাদী মন্ত্রিসভা গঠন করেছেন।

গতকাল (শনিবার) তেল আবিবের সড়কে এক লাখের বেশি মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভে অংশ নেয়া লোকজন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উগ্রবাদী মন্ত্রিসভা বিচার বিভাগের সংস্কারের জন্য যে পরিকল্পনা নিয়েছে তাতে বিচারক নিয়োগের ক্ষেত্রে সমস্ত নিয়ন্ত্রণ সরকারের হাত চলে যাবে। এছাড়া, মন্ত্রিসভা ও সংসদ যদি বিতর্কিত কোনো আইন পাস করে তাহলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারবে না।  তিন সপ্তাহ ধরে এই বিক্ষোভ মিছিল চলে আসছে তবে নেতানিয়াহু এই প্রতিবাদকে পাত্তা দিচ্ছেন না।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ