জানুয়ারি ২৮, ২০২৩ ১৬:২৬ Asia/Dhaka
  • ইহুদি সিনাগগে অভিযানের প্রশংসা করল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো

অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে একটি ইহুদি শিনাগগে গতকাল (শুক্রবার) রাতে ফিলিস্তিনি তরুণ যে বন্দুক হামলা চালিয়েছে তার প্রশংসা করেছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধ সংগঠন। তারা বলেছে, জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা যে গণহত্যা চালিয়েছে, ইহুদিদের সিনাগগে বন্দুক হামলা সরাসরি তারই প্রতিশোধ।

এক বিবৃতিতে হামাস বলেছে, “এটি হচ্ছে জেনিন গণহত্যা, পবিত্র আল-আকসা মসজিদের অবমাননা, অব্যাহতভাবে বেড়ে চলা ইসরাইলি অপরাধযজ্ঞ এবং ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসনের স্বাভাবিক জবাব। এই হামলার বার্তা হচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি জনগণের ইচ্ছা শক্তিকে দমন করতে পারবে না, তারা তাদের অঙ্গীকারে অটল থাকবে এবং সমস্ত দুঃখ-যন্ত্রণা এবং দুর্ভোগ সত্ত্বেও প্রতিরোধ জোরদার হবে।”

বিবৃতিতে হামাস আরো বলেছে, “আমাদের জনগণ শত্রুদের বিভিন্ন স্থাপনা, সামরিক ক্যাম্প এবং অবৈধ ইহুদি বসতিগুলোতে হামলা অব্যাহত রাখবে। আমাদের ভূখণ্ড সম্পূর্ণভাবে মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ লড়াই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে থাকবে এবং পবিত্র স্থাপনাগুলোতে আমাদের বৈধ অধিকার বহাল থাকবে।”

এদিকে, ইসলামি জিহাদ আন্দোলন গতকালের বন্দুক হামলার প্রশংসা করে বলেছে, জেনিন শরণার্থী শিবিরের শহীদদের রক্তের বদলা নেয়ার এটাই ছিল সবচেয়ে ভালো সময় এবং সঠিক স্থান। দখলদার ইহুদিবাদী শক্তির অপরাধযজ্ঞের বিরুদ্ধে এটি স্বাভাবিক এবং বৈধ জবাব।

গতকাল অধিকৃত জেরুজালেম আল-কুদস শহরের একটি সিনাগগের বাইরে একজন ফিলিস্তিনি বন্দুকধারী গুলি করে সাত ইসরাইলি অভিবাসীকে হত্যা করেন। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চালানো ওই হামলায় আরো অন্তত ১০ ইহুদিবাদী আহত হয়েছে যার মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ