সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৮:৩৮ Asia/Dhaka
  • ইসরাইলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে

পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহ সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান বলেছেন, গাজা, লেবানন বা অঞ্চলের অন্য কোথাও ইসরাইলের লক্ষ্য অর্জিত হবে না।

লেবাননের হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন, সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরির শাহাদতের ৪০তম দিবসের অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন যে, আজ গাজা ও দক্ষিণ লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা ইসরাইলের সকল ষড়যন্ত্রকে নস্যাত করে দিয়েছে। পার্সটুডের রিপোর্ট অনুসারে, শেখ সাফিউদ্দিন আরো বলেছেন, একটি লক্ষ্যও অর্জিত না হওয়ায় আজ দখলদার ইসরাইল হতাশ ও বিস্মিত।

লেবাননে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান আরো বলেছেন, গাজা ও লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইসরাইলি সৈন্যদের আক্রমণ থেকেও বোঝা যায় দখলদার এই সরকার গভীর সংকটের মধ্যে নিমজ্জিত রয়েছে।

"আল-আকসা ঝড়" অপারেশন ইসরাইলি ষড়যন্ত্র ও সকল পরিকল্পনাকে নস্যাত করে দিয়েছে উল্লেখ করে সাইয়্যেদ হাশেম সাফিউদ্দীন বলেছেন, "লেবাননের  হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরাইলের নিরাপত্তা ও স্থিতিশলিতা কেড়ে নিয়েছে। সে কারণে ইসরাইল  তাদের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছে।

"আল-আকসা ঝড়" অপারেশনের ১১ মাস পরও ইসরাইল গাজায় অপরাধ, গণহত্যা, ধ্বংসযজ্ঞ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ত্রাণ সংস্থাগুলোতে বোমা হামলা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৯৪ হাজারেরও বেশি আহত হয়েছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ