সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৭:০০ Asia/Dhaka
  • রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক কমিটির প্রধান লিওনিড স্লুটস্কি
    রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক কমিটির প্রধান লিওনিড স্লুটস্কি

পার্সটুডে- ইউক্রেন সংকটের বিষয়ে বিভিন্ন দেশের কথা ও কাজের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে উল্লেখ করে একজন সিনিয়র রাশিয়ান পার্লামেন্ট সদস্য বলেছেন, পশ্চিমারা পাগল হয়ে গেছে।

রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক কমিটির প্রধান লিওনিড স্লুটস্কি রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের কঠোর সমালোচনা করেছেন। পার্সটুডে  জানিয়েছে, লিওনিড স্লুটস্কি বলেছেন, "ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পশ্চিমা সমর্থকরা কিয়েভকে রাশিয়ার রেডলাইন অতিক্রম করার জন্য চাপ দিচ্ছে এবং মস্কোর আবাসিক এলাকায় সর্বশেষ হামলার ঘটনা এর প্রমাণ। 

রুশ সংসদ ডুমার আন্তর্জাতিক কমিটির প্রধানের এ বক্তব্য অনুযায়ী, মস্কো ইউক্রেনকে সামরিক সহায়তাকারীদেরকে জবাবদিহিতার সম্মুখীন করবে। 

তিনি আরো বলেছেন, পশ্চিমারা তাদের আধিপত্য বজায় রাখতে এবং রাশিয়াকে "কৌশলগত পরাজয়" ঘটাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পায়তারা করছে। 

রাশিয়ার এই সংসদ সদস্য বলেছেন: "আমি পাশ্চাত্যের দ্বিমুখী আচরণের মুখোশ খুলে দিতে চাই। ইউক্রেনকে আমেরিকার অস্ত্র দিয়ে রাশিয়ায় বেসামরিক মানুষকে হত্যা করার অনুমতি দেওয়া উচিত কিনা সে ব্যাপারে আলোচনার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভিত্তিহীন দাবি করে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন। কিন্তু, তারা কি মনে করে যে এভাবে নিষেধাজ্ঞা দিয়ে অন্যদেরকে মার্কিন পদাঙ্ক  অনুসরণ করতে বাধ্য করতে পারবে?"

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ইরানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ তোলেন। ব্লিঙ্কেনের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে এমন সময় ভিত্তিহীন অভিযোগ তুলেছেন যখন এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নস ইরান থেকে রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে আমেরিকান মিডিয়ার দাবির সত্যতা নিশ্চিত করেননি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন: ইউক্রেন সংকটের ব্যাপারে ইরানের নীতি স্পষ্ট এবং অপরিবর্তনীয়। আর  রাশিয়ার কাছে ইরানের  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর যে দাবি করা হচ্ছে তা মূলত কিছু পশ্চিমা দেশের রাজনৈতিক উদ্দেশ্যমূলক কথাবার্তা যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তেহরান ইউক্রেন সংকটের শুরু থেকে এখন পর্যন্ত কখনই এই সামরিক সংঘাতের অংশ ছিল না জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে, ইরান প্রথম থেকেই ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক সমাধানের কথা বলে আসছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ