ইরানে চন্দ্র মল্লিকা ফুলের উৎসব থেকে কারাকাসে মাদুরো সমর্থকদের সমাবেশ পর্যন্ত
ডিসেম্বর ০২, ২০২৫ ১৯:৫২ Asia/Dhaka
পার্সটুডে - বিশ্বের মিডিয়ার ১০টি গুরুত্বপূর্ণ ঘটনা দশটি ছবিতে বর্ণনা করা হয়েছে।
পার্সটুডের এই প্রবন্ধে বিশ্বের মিডিয়ার দৃষ্টিকোণ থেকে ১০টি গুরুত্বপূর্ণ ঘটনার উপর আলোকপাত করা হয়েছে।
রয়টার্স: কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এক সমাবেশে তার সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস: হংকংয়ের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি ও শোক প্রকাশ করছেন চীনারা। অ্যাসোসিয়েটেড প্রেস: মার্কিন যুক্তরাষ্ট্রে রাগবি ম্যাচ এবং আক্রমণকারী প্রতিপক্ষ ডিফেন্ডারের হাত থেকে পালিয়ে যায়মেহের নিউজ: ফুল উৎসবে সেলফি তুলছেন ইরানি মহিলাএএফপি: স্প্যানিশ ফুটবল লীগে প্রতিপক্ষ গোলরক্ষকের সাথে এমবাপ্পের সংঘর্ষরয়টার্স: রাশিয়ায় গুলি চালাচ্ছেন ইউক্রেনীয় সৈন্যগেটি ইমেজ: সুইজারল্যান্ডের বাসেলে ২০২৫ ইউরোভিশন ফাইনালের বাইরে ফিলিস্তিনি সমর্থকদের সমাবেশডেইলি টেলিগ্রাফ: ক্রমবর্ধমান সহিংসতা থেকে নুবা পর্বতমালায় আশ্রয় নেওয়া সুদানের এক মহিলাআল জাজিরা: শ্রীলঙ্কার কলম্বোর বন্যার্ত এলাকায় উদ্ধারকারীরা মানুষকে নিরাপদে সরিয়ে নিচ্ছেতাসনিম: ইরানের গোলেস্তান প্রদেশে প্রকৃতির এক অপরূপ দৃশ্য