জানুয়ারি ২৩, ২০২৩ ২১:১৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসরে আপনাদের সঙ্গে আছি আমরা তিন জন। আমি গাজী আব্দুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন, 'বন্ধু- বন্ধু নয় যতক্ষণ না নিজের বন্ধুকে রক্ষা করে কষ্টের সময়ে, তার অনুপস্থিতিতে এবং তার মৃত্যুর পরে।'

আকতার জাহান: আমরা সবসময় বন্ধুর বিপদাপদে পাশে দাঁড়াব এবং তার প্রকৃত কল্যাণকামী হব- এই প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

ঢাকা সেনানিবাস থেকে ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের সভাপতি সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন আসরের প্রথম চিঠিটি।

তিনি লিখেছেন, "প্রিয় বেতার আর প্রিয় দেশ ইরানকে নিয়ে জানার আগ্রহের অন্ত নেই। নিয়মিত আপনাদের সকল আয়োজনের সাথে আছি। রেডিও তেহরানের বাংলা বিভাগের ওয়েবসাইটে 'সুখের নীড়' শিরোনামের কয়েকটি পর্ব পড়লাম। দারুণ আবেশে মন ভরে গেল। অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে, ইরানের সর্বোচ্চ নেতা নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং পারিবারিক যোগাযোগকে খুব গুরুত্ব দিয়ে থাকেন যাতে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক অনুরাগের বন্ধন জোরদার হয়। এমন সুন্দর কথা আর ব্যবহার নিশ্চয় যে কোন সুস্থ মানুষের চিন্তায় পরিবর্তন এনে দিতে পারে। প্রভাবিত হবে পরিবার, সমাজ তথা দেশ। একটি সুখী পরিবার আমাদের বাস্তবিক দৃশ্যপট পরিবর্তন করে দেয়। পরিবারের প্রতি একজন নেতার যে মমত্ব এবং দায়িত্ববোধ, তা সত্যিই প্রশংসনীয় এবং শিক্ষণীয়।"

গাজী আব্দুর রশীদ: রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে থেকেও ইরানের সর্বোচ্চ নেতা নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন- এটা সত্যিই প্রশংসনীয় ও শিক্ষণীয়। বিষয়টি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। তো 'সুখের নীড়' অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই সোহেল রানা হৃদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গোংড়া চাপড়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন আলমিন সেখ হিরামন।

তিনি লিখেছেন, "গত ১৫ জানুয়ারি 'নারী: মানব ফুল' অনুষ্ঠানের নবম পর্ব থেকে অনেক কিছু জানতে পারলাম। ইসলামের দৃষ্টিতে নারী-পুরুষের অধিকার সমান। ইসলাম কোনো দিক দিয়েই নারী ছোট করে দেখেনি। স্বামী-স্ত্রী উভয়েই যদি ধর্মভীরু হয় তাহলে আল্লাহ তায়ালা তাদের রিজিক বাড়িয়ে দেয়।"

একইদিন প্রচারিত সুখের নীড় অনুষ্ঠানেরও প্রশংসা করেছেন এ শ্রোতাবন্ধু। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। 

আশরাফুর রহমান: ভাই আলমিন সেখ হিরামন, আমাদের অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত মতামত জানানোয় আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা-খোচাপাড়া থেকে জননী বেতার শ্রোতা সংঘের সভাপতি আলী আহম্মেদ (আরিফ) পাঠিয়েছেন এবারের মেইলটি।   

তিনি লিখেছেন, “তেহরান বেতার থেকে বেশ কয়েকটি অনুষ্ঠান শুনলাম। সবচেয়ে ভালো লেগেছে চিঠিপত্রের আসর প্রিয়জন। এতে কুমিল্লার শ্রোতা হৃদয় রহমানের সাক্ষাৎকার এবং চৌধুরী গোলাম মাওলার কণ্ঠে ‘আমার নারকেল পাতার চশমা কই’ গানটি চমৎকার লেগেছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির জন্য তেহরান বেতারকে ধন্যবাদ।”

আকতার জাহান: প্রিয়জন অনুষ্ঠানে সম্পর্কে মতামত জানানোর জন্য আলী আহম্মেদ (আরিফ) ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থেকে। আর পাঠিয়েছেন কৃষ্ণ কর্মকার (কৌশিক)

পত্রের শুরুতে এক মাঠ ফুটন্ত সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তারপর লিখেছেন, “রেডিও তেহরান আমার আত্মার আত্মীয়। জীবন যতদিন, রেডিও তেহরান ততদিন। আমি রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানের মাধ্যমে জীবনকে নতুনভাবে সাজানোর দিকনির্দেশনা পেয়েছি। চিরদিন যেন রেডিও তেহরানের পাশে থাকতে পারি- এ কামনা সৃষ্টিকর্তার কাছে।”

গাজী আব্দুর রশীদ: রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানের মাধ্যমে জীবনকে নতুনভাবে সাজানোর দিকনির্দেশনা পেয়েছেন জেনে ভালো লাগল। আশা করি আমাদের সাথেই থাকবেন।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী মিলন সংঘ থেকে মহ: হাফিজুর রহমান পাঠিয়েছেন পরের মেইলটি।

১৫ জানুয়ারি প্রচারিত সুখের নীড় অনুষ্ঠানের প্রশংসা করে তিনি লিখেছেন, “ইসলাম ও ইরানী পরিবার বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘সুখের নীড়’র ৪৪তম পর্বে ইসলাম-পূর্ব যুগে আরবসহ অন্যান্য বহু দেশে বহু স্ত্রী থাকার বিষয়ে বিস্তারিত জেনেছি। ইসলাম ধর্ম কেন বহু স্ত্রীর রাখার পক্ষে সে সমন্ধে বস্তুনিষ্ঠ আলোচনা এককথায় অনবদ্য ছিল। বিশেষ করে দ্বিতীয় বিবাহ বিষয়ে ইরানের আইন-ই রীতিনীতি সমন্ধে অবগত হলাম-যা আমার একেবারেই অজানা ছিল। দ্বিতীয় ও বহু স্ত্রী রাখার ব্যাপারে ইসলাম ও পশ্চিমা দেশগুলির সঙ্গে তুলনামূলক আলোচনা এবং একজন স্ত্রীর একাধিক স্বামী রাখার ক্ষেত্রে কী ধরণের সমস্যা হতে পারে সে সমন্ধে আলোচনাও খুবই ভালো লাগল। চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

আশরাফুর রহমান: বরাবরের মতোই সাজানো-গোছানো মতামতের জন্য হাফিজুর রহমান ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, ২০২২ সালে বাংলাদেশ থেকে রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদত হোসেন। তিনি ২০২১ সালেও শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা জিতেছিলেন। তো টানা দ্বিতীয়বারের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ার অনভূতি জানতে চেয়েছিলাম শাহাদত ভাইয়ের কাছে। তিনি বললেন:  

আকতার জাহান: বলছিলেন দুইবারের শ্রেষ্ঠ শ্রোতা শাহাদত হোসেন ভাই। তিনি অন্য শ্রোতা বন্ধুদেরকেও এ শিরোপা অর্জনের পদ্ধতি বাতলে দিয়েছেন। আশা করি অন্যরাও সারাবছর সক্রিয় থাকবেন। তো, শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় শাহাদত ভাই আপনাকে প্রিয়জনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।  

গাজী আব্দুর রশীদ: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল। আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক বিধান দা লিখেছেন, "১৬ জানুয়ারি রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশন শুনলাম। ওইদিনের প্রিয়জন অনুষ্ঠানটি যথারীতি একটি হাদিসের বাণী দিয়ে শুরু হয়। তারপর বিভিন্ন শ্রোতার পত্র, অডিও বার্তা এবং মাহফুজ বিল্লাহ শাহী কথা ও সুরে এন্ডু কিশোরের কণ্ঠে 'বেলার আলো' শিরোনামের গানটি মনে দাগ কেটে যায়।"

আশরাফুর রহমান: প্রিয়জনসহ ১৬ জানুয়ারির অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করায় বিধান চন্দ্র সান্যাল আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পর আবারো বাংলাদেশের চিঠি। এটি এসেছে রাজশাহীর পাঠানপাড়া থেকে। আর পাঠিয়েছেন খন্দকার রাবিবা ইয়াসমিন। তিনি রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন করেছেন এভাবে:

আকতার জাহান: "রেডিও তেহরান মানেই সমগ্র বিশ্বের সকল গুরুত্বপূর্ণ ঘটনার নির্যাসের উপাদেয় উপস্থাপন! বর্তমান সময়কে সঠিকভাবে জানতে ও বুঝতে এর অধিক বিশ্বাসযোগ্য মাধ্যম আমি আর পাইনি। এ বেতারের কোনো সংবাদ মনে আনন্দ ঢেলে দেয়, আবার কোনো সংবাদ দেয় ব্যথার যাতনা। রেডিও তেহরানের সাথে এক ঘণ্টা সময় কাটানো মানে জ্ঞানের পথে বহু ক্রোশ ভ্রমণ করা। বলা হয় পার্সটুডে ওয়েবসাইট একটা উন্মুক্ত বইয়ের মতো। সেক্ষেত্রে রেডিও তেহরান হলো বিশ্ব-বইয়ের সাহসী উচ্চারণ। এই দুইটি মাধ্যম পড়া ও শোনার মধ্যমে একজন মানুষ মননে ও চিন্তায় সমৃদ্ধ হয়ে উঠবে সন্দেহ নেই। রেডিও তেহরানের সাফল্যমণ্ডিত উজ্জ্বল ভবিষ্যতের কামনায় শেষ করছি আজকের চিঠি।"

গাজী আব্দুর রশীদ: রেডিও তেহরান সম্পর্কে এ শ্রোতা বোনের মতামত নিঃসন্দেহে আমাদেরকে প্রেরণা জোগাবে। তো চমৎকার চিঠিটির জন্য খন্দকার রাবিবা ইয়াসমিন আপনাকে আন্তরিক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে তপতী সরকার পাঠিয়েছেন এবারের মেইলটি।

আশরাফুর রহমান: এ শ্রোতা বোনতো আইআরআইবি ফ্যান ক্লাবের ডিসেম্বর মাসের কুইজ বিজয়ী তাই না?

গাজী আব্দুর রশীদ: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এই চিঠিতেও তা উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, "আমি আশির দশকে নিয়মিত তেহরানের অনুষ্ঠান শুনতাম। কিন্তু সাংসারিক বিভিন্ন কারণে কয়েক বছর অনুষ্ঠান শোনার পর তা বন্ধ করতে হয়। এবার পুনরায় অনুষ্ঠান শুনতে শুরু করি প্রায় বত্রিশ বছর পর। এখনকার অনুষ্ঠান আরো প্রাণবন্ত, নতুন পথের দিশারী। তাই এখন নিয়মিত অনুষ্ঠান শুনছি। আরো আনন্দের কথা, মাস তিনেক মাসিক কুইজে অংশগ্রহণ করছি, তাতেই ডিসেম্বর মাসের কুইজ বিজয়িনী হিসাবে আমারটি নামটি ঘোষিত হ‌ওয়ায় আমি খুব আনন্দিত ও আপ্লুত। এই পুরস্কার পাওয়ায় বেতার তেহরান বাংলা বিভাগের প্রতি আমার দায়িত্ব বেড়ে গেল। আমার সংসার সামলে নিশ্চয়ই আমি অনুষ্ঠান শুনে যাব।"

আকতার জাহান: বোন তপতী সরকার, কুইজ প্রতিযোগিতায় বিজয়ের জন্য আপনাকে অভিনন্দন। আর এখন থেকে নিয়মিত আপনার চিঠি পাব- এ প্রত্যাশা রইল।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে। আর পাঠিয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস. এম. হৃদয় রহমান।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের অনলাইন সংস্করণ ‘পার্সটুডে’ নতুনত্বে ভরপুর একটি গণমাধ্যম। সম্প্রতি ইরানের ঐতিহাসিক নগরী ইস্পাহানকে নিয়ে পার্সটুডেতে প্রকাশিত ফটো ফিচারটি ভিন্নরকম লেগেছে। ‘আধা জাহানে তুষারপাতের সৌন্দর্য' শিরোনামে প্রকাশিত ফটো ফিচারটিতে যেসব ছবি স্থান পেয়েছে তা সত্যিই অতুলনীয়। রেডিও তেহরান এবং পার্সটুডে সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক ধন্যবাদ- ইস্পাহান শহরকে নিয়ে এত সুন্দর করে ফটো ফিচারটির জন্য।"

আশরাফুর রহমান: ইস্পাহানে তুষারপাত নিয়ে পার্সটুডেতে প্রকাশিত ফটো ফিচারটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। ইমেইলে মতামত জানানোর জন্য ভাই হৃদয় রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গাজী আব্দুর রশীদ: শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি ইমেইলের প্রাপ্তিস্বীকার করছি। এসব মেইলে শ্রোতাবন্ধুরা মতামতের পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। কেউ আবার বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। যারা ইমেইলগুলো পাঠিয়েছেন তারা হলেন:

  • মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে সাকিয়া রহমান মারিয়া।
  • নারায়ণগঞ্জের বন্দর থানার আলী সাহারদি থেকে এইচ, এম, তারেক
  • ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • মো: জামির হোসেন, গঙ্গানন্দপুর, ঝিকরগাছা,  যশোর থেকে
  • ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ
  • অজয় কুমার সরকার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে
  • ছত্তিশপড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
  • এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর থেকে সুরজিৎ মাহান্তী

আকতার জাহান: ইমেইল পাঠানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি আবৃত্তি। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিবেদিত 'মাটি মানুষের গল্প' শিরোনামের কবিতাটি লিখেছেন শিবলী সোহায়েল। আর আবৃত্তি করেছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ও বাচিক শিল্পী নাসির মাহমুদ।

আশরাফুর রহমান: সহকর্মী নাসির মাহমুদের চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলেন। আশা করি ভালো লেগেছে। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন আবারো এ কামনা করে গুটিয়ে নিচ্ছি প্রিয়জনের আজকের আসর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

 

 

ট্যাগ