ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৮:০৯ Asia/Dhaka

ইরানের প্রেসিডেন্টের চীন সফরকালে বেইজিংয়ে দু'দেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক কূটনীতি বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহেদি সাফারি বেইজিংয়ে উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠকে বলেছেন: ইরানের প্রেসিডেন্টের চীন সফরের সুবাদে দু'দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন হতে পারে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তাঁর চীনা সমপক্ষ শি জিনপিংয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বেইজিং গেছেন। আজ থেকে তাঁও ওই আনুষ্ঠানিক সফর শুরু হয়েছে। একটি পদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছে। রায়িসির এই সফরের অন্যতম লক্ষ্য হল ইরান ও চীনের মধ্যকার ২৫ সালা কৌশলগত সনদ খতিয়ে দেখা। ইরান এবং চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক ব্যাপক হারে বৃদ্ধি করেছে। তারই অংশ হিসেবে ২০২১ সালের মার্চে ওই প্রক্রিয়ার চূড়ান্ত সনদ হিসেবে ২৫ সালা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সনদ দু'দেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার পথ সুগম করবে। চলতি সফরেও দুদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বিভিন্ন চুক্তি ও সনদে সই করবেন বলে কথা রয়েছে। এসব চুক্তি উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চীন বৃহত্তম পণ্য-ভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে বিগত বছরগুলোতে ইরানের সাথে বাণিজ্য তালিকার শীর্ষে রয়েছে। এমনকি চূড়ান্ত নিষেধাজ্ঞার সময়ও চীন ছিল ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার। দু'দেশের মধ্যকার রাজনৈতিক এই ঘনিষ্ট সম্পর্ক এবং  উভয় দেশের সক্ষমতা দু'দেশের মধ্যে যথাসম্ভব বাণিজ্যিক উন্নয়ন ঘটাতে সক্ষম। চলতি ফার্সি বছর ১৪০১এর বিগত ১০ মাসে চীন ইরানের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য করেছে। এ সময়ের মধ্যে ইরান থেকে সবচেয়ে বেশি পণ্য কিনেছে চীন। আবার ইরানও চীন থেকে পণ্য আমদানি করেছে বিগত বছরের তুলনায় শতকরা ৩৩ ভাগ বেশি। গত বছর চীনা ইরানে প্রায় ২০ কোটি ডলার সরাসরি বিনিয়োগ করেছে। বিনিয়োগের এই পরিমাণ রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের পরেই রয়েছে।

চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির আরও কিছু কারণ রয়েছে। এসবের মধ্যে রয়েছে বহুপাক্ষিকতার ক্ষেত্রে ইরানের নীতি, প্রাচ্যের দিকে দৃষ্টি, সাংহাইতে ইরানের সদস্যপদ, এশিয়ান দেশগুলোর সঙ্গে ইরানের আন্তর্জাতিক সহযোগিতা, বাণিজ্য ক্ষেত্রে চীনের সাথে ইরানের ঐতিহাসিক সম্পর্ক, ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনায় নতুন সিল্ক রোড চালু করার ক্ষেত্রে সহযোগিতা ইত্যাদি।

ইরানি প্রেসিডেন্টের চীন সফর প্রসঙ্গে চীনের লানঝো বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচালক ঝু ইয়ংবিয়াও বলেছেন: এই সফরকে দু'দেশের সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচনা করা যেতে পারে।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ