মার্চ ১১, ২০২৪ ১০:১৫ Asia/Dhaka
  • আব্দুল-মালিক আল-হুথি
    আব্দুল-মালিক আল-হুথি

ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি। তিনি বলেছেন, পবিত্র রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

গতরাতে রাজধানী সানা থেকে এক টেলিভিশন ভাষণে হুথি এ ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে নিজের দায়িত্ব পালন করে যাবে। ইয়েমেনের জনগণ প্রতি শুক্রবার ফিলিস্তিন-পন্থি যে বিশাল বিক্ষোভ করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন আব্দুল-মালিক আল-হুথি।

তিনি বলেন, “প্রতি সপ্তাহে সানার আল-সাবিন স্কয়ারে একত্রিত হওয়া বিক্ষোভকারীরা একটি দুর্দান্ত ও মহাকাব্যিক কাজ করছে। তারা সঠিক পথে রয়েছে।”

গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যার ব্যাপারে যেসব মুসলিম নেতা নীরব রয়েছেন তাদের তীব্র সমালোচনা করে হুথি নেতা বলেন, “গাজা সংঘাতের ব্যাপারে যারা কোনো অবস্থান নেয়া থেকে বিরত রয়েছে তারা প্রকৃতপক্ষে অবিশ্বাসের অধোবিন্দুতে পৌঁছে গেছে।”

ইয়েমেনে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত ফিলিস্তিন-পন্থি বিক্ষোভকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যায়িত করে আল-হুথি বলেন, এসব বিক্ষোভ বিশ্ববাসীকে একথা জানান দিচ্ছে যে, ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যে হামলা চালাচ্ছে তার প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। গত জানুয়ারি মাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করেছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১১

 

ট্যাগ