জানুয়ারি ০২, ২০২৪ ১৪:০৪ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান জোরদার করা হবে। ২০২৪ সালের প্রথম দিন ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরে বড় রকমের হামলা চালানোর জবাবে এই ঘোষণা দিনে পুতিন। ওই হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়।

পুতিন বলেন, নির্বিচারে বেসামরিক লোকজন হত্যা করে ইউক্রেন যে অপরাধ করেছে তা বিনা শাস্তিতে পার পাবে না। তিনি বলেন, মস্কো এই হামলার জবাবে বেসামরিক জনগণের ওপর হামলা চালাবে না, ইউক্রেনের সামরিক স্থাপনাকে বিশেষভাবে টার্গেট করা হবে।

গতকাল (সোমবার) প্রেসিডেন্ট পুতিন মস্কোর একটি সামরিক হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে আহত অবস্থায় চিকিৎসারত এক সেনা পুতিনকে জিজ্ঞেস করেন বেলগোরোদ শহরের হামলাকে তিনি কিভাবে দেখছেন এবং এর জবাব কী হবে। এ প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট পুতিন বলেন, এটি নিতান্তই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড; এছাড়া একে আর কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। তিনি বলেন, রুশ বেসামরিক লোকজনকে হত্যার মধ্য দিয়ে ইউক্রেন মূলত রাশিয়ার ভেতরে অস্থিতিশীলতার সৃষ্টির চেষ্টা করছে। তবে ক্ষমতা থাকে সত্বেও মস্কো ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর একইভাবে হামলা চালাবে না। তিনি দৃঢ়ভাবে জানান, “আমরা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরে কার্পেট বোম্বিংয়ের ক্ষমতা রাখি কিন্তু আমরা এ কাজ করব না।”#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ