16
সুন্দর জীবন-১৬ (সময় ব্যবস্থাপনায় ৮০-২০ নীতি)
আজকের কাজ আগামীকালের জন্য কখনোই ফেলে রাখতে নেই। মহানবী হজরত মুহাম্মাদ (সা.)'র প্রিয় নাতি ইমাম হোসেন (আ.)'র একজন অনুসারীর নাম ছিল তারমাহ বিন হাকাম। ইমাম হোসেন (আ.) যখন কারবালা ও কুফার দিকে যাচ্ছিলেন তখন পথিমধ্যে ইমামের সঙ্গে তিনি দেখা করেন। এ সময় ইমাম হোসেন (আ.) তাকে সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ জানান।