37
চীনা নও-মুসলিম ইউলি'র ধর্মান্তরিত হওয়ার কাহিনী
মিসেস ইউলি শৈশব থেকেই ভাবতেন যে, বিশ্বের যে শৃঙ্খলা রয়েছে তার একজন প্রণেতা রয়েছে। ইউলি তাঁকে বলতেন, 'আকাশগুলোর রাজা'। তিনি বড় হয়েছেন শিয়াঙ্গ শহরে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার মধ্যে এ প্রশ্ন জেগেছিল যে, মানুষ কোথা হতে এসেছে, কেন এসেছে এবং কী তাঁর দায়িত্ব? চীনের বিরাজিত পরিস্থিতির কারণে এবং এ সম্পর্কিত যথেষ্ট বই-পুস্তক না থাকায় তিনি এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাননি। তিনি এ প্রসঙ্গে বলেছেন, সে সময় আল্লাহ বা স্রস্টাকে বোঝানোর জন্য কোনো শব্দ আমার কাছে ছিল না।