ইরানের শহীদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৮, আহত ৮০০
(last modified Sat, 26 Apr 2025 11:46:46 GMT )
এপ্রিল ২৬, ২০২৫ ১৭:৪৬ Asia/Dhaka
  • শহীদ রাজায়ী বন্দরে শক্তিশালী বিস্ফোরণ
    শহীদ রাজায়ী বন্দরে শক্তিশালী বিস্ফোরণ

ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দরে একটি শক্তিশালী বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বিস্ফোরণস্থলে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল (রোববার) হরমুজগান প্রদেশের শহীদ রাজাই বন্দরে অজ্ঞাত কারণে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। এত কমপক্ষে ১৮ জন নিহত ও ৮০০ জন আহত হয়েছেন। আহতদের হরমুজগান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হরমুজগানের সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক বলেছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল। তবে কারণ এখনও জানা যায়নি।  

প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বন্দর কমপ্লেক্সের মধ্যে একটি প্রশাসনিক ভবনে বিস্ফোরণের সূত্রপাত হয়েছিল। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এতে প্রশাসনিক ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং অনেক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর, নিরাপত্তা ও জরুরি দলগুলো এলাকাটি সুরক্ষিত করার জন্য কাজ করায় বন্দরের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়। সম্ভাব্য ব্যাপক হতাহতের প্রস্তুতির জন্য কর্তৃপক্ষ অবিলম্বে বন্দর আব্বাসের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

রাজধানী তেহরানের ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহীদ রাজায়ী ইরানের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর। এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে কৌশলগত অবস্থানে রয়েছে, যা এটিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।#

পার্সটুডে/এমএআর/২৬