মে ৩১, ২০২৩ ২০:০৬ Asia/Dhaka
  • অভিষেকের নিরাপত্তা বহর নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পাল্টা জবাব কুণালের

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির নিরাপত্তা বহর নিয়ে কটাক্ষ ও একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’ বলে উল্লেখ করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা ‘এসপিজি’। এটাকেই  দেশের সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল ভাবছেন। ভাইপো প্রোটেকশন গ্রুপের  দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে।’  

তিনি আরও বলেন, ‘একনাগাড়ে বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। গতমাসেই বিস্ফোরণে নারী ও শিশুসহ বহু প্রাণহানি হয়েছে। রাজনৈতিক খুনসহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে,  মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দক্ষিণবঙ্গের থানাগুলো  প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তাদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা। শেষপর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তাহীন, চরম কিছু ঘটার অপেক্ষা করছেন।'  

ওই ইস্যুতে আজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা জবাবে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যায্য কারণেই নিরাপত্তা পান। তিনি যখন জেলায় জেলায় সফরে যাচ্ছেন, তাকে দেখতে হাজার-হাজার, লক্ষাধিক মানুষ ভিড় করছেন। ফলে পুলিশের এটা আইনশৃঙ্খলার মধ্যেই পড়ে, অতিরিক্ত মানুষ যেখানে জমায়েত হবে, সেই জায়গাটার নিরাপত্তা দেওয়ার। এক ব্যক্তির জন্য এত ভিড় হচ্ছে শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন, তাহলে মানতে হবে, সেই ব্যক্তিতে দেখতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন। আপনাকে দেখতে যায় না। মিটে গেল।’  

তিনি আরও বলেন, ‘যেদিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী বা, কোনও কেন্দ্রীয় মন্ত্রী বা জেড শ্রেণির নিরাপত্তা প্রাপ্ত কেউ যেন, শুভেন্দু অধিকারী যখন যান, তখন কী সেখানে কোনও থানার পুলিশ থাকেন না? এগুলো হচ্ছে ‘দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি’ অবস্থা।’   

 তৃণমূলের ‘নবজোয়ার’ যাত্রা কর্মসূচিতে পুলিশি নিরাপত্তার বহর নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের সভা সামলাতেই এত পুলিশ মোতায়েন থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই মর্মে রাজ্য পুলিশের মহাপরিচালককে চিঠিও দিয়েছিলেন তিনি। চিঠির উত্তর না  পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। গত সপ্তাহে ওই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। দলীয় কর্মসূচিতে পুলিশের অপব্যবহারের অভিযোগ তুলে কোলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী।   #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

  

 

ট্যাগ