ইহুদিবাদীদের বর্বরতার প্রতিবাদ
গাজার প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেন ও জর্দানে বিশাল মিছিল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চলছে তার প্রতিবাদে এবং গাজাবাসীর সমর্থনে আবারো ইয়েমেন ও জর্দানের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল (শুক্রবার) ইয়েমেনের রাজধানী সানার আল-সাবিন স্কয়ারে লাখো মানুষের বিক্ষোভ সমাবেশ হয়। একইভাবে বিক্ষোভ সমাবেশ হয়েছে ইয়েমেনের সা’দা এবং হুদাইদা প্রদেশের কয়েক ডজন স্কয়ারে। এসব বিক্ষোভ মিছিল থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে নানা ধরনের স্লোগান দেয়া হয়। তাদের হাতে ছিল ইয়েমেন ও ফিলিস্তিনের পতাকা।
গাজার জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানানো হয় এসব বিক্ষোভ মিছিল থেকে। তারা মার্কিন ও ইসরাইলি পণ্য বয়কটেরও আহ্বান জানান। এছাড়া, গাজার প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সেনারা ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে তার প্রতিও সমর্থন জানিয়েছেন ইয়েমেনবাসী।
এদিকে, গতকাল জর্দানের রাজধানী আম্মানে আবারো গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে মিছিল সমাবেশ হয়েছে। পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যেই এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলকারীদের বিভিন্ন ধরনের ব্যানার বহন করতে দেখা যায় যাতে লেখা ছিল- “প্রতিরোধকারীদের সমর্থন দিন, আগ্রাসন বন্ধ করুন।” বিক্ষোভকারীরা আন্তর্জাতিক বিচার আদালতকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করারও আহ্বান জানান।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।