তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৫
https://parstoday.ir/bn/news/event-i155414-তুরস্কে_বিমান_দুর্ঘটনায়_লিবিয়ার_সেনাপ্রধানসহ_নিহত_৫
তুরস্কের রাজধানী আঙ্কারা সফর শেষে ফেরার পথে একটি সামরিক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। লিবিয়া ও তুরস্কের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
(last modified 2025-12-24T14:19:37+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২৫ ১০:৫১ Asia/Dhaka
  • লিবিয়ার সেনাবহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত
    লিবিয়ার সেনাবহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারা সফর শেষে ফেরার পথে একটি সামরিক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। লিবিয়া ও তুরস্কের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দিবেইবাহ জানান, গতকাল (মঙ্গলবার) গভীর রাতে সংঘটিত এই দুর্ঘটনায় আল-হাদ্দাদসহ লিবীয় প্রতিনিধি দলের আরও চার সদস্য নিহত হন। তিনি এই ঘটনাকে দেশের জন্য এবং লিবিয়ার সেনাবাহিনীর জন্য একটি গভীর শোকের বিষয় বলে উল্লেখ করেন। তারা ভাষায়- ‘এই মহাবিপর্যয় দেশ, সেনাবাহিনী ও জনগণের জন্য এক বিশাল ক্ষতি। কারণ, আমরা এমন সব মানুষকে হারিয়েছি, যাঁরা আন্তরিকতা ও নিবেদিতভাবে দেশের সেবা করেছেন। শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জাতীয় অঙ্গীকারের ব্যাপারে তাঁরা উদাহরণ ছিলেন।’

কর্মকর্তারা জানান, দাসো ফ্যালকন–৫০ মডেলের সামরিক জেটটি আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর আঙ্কারার দক্ষিণে হায়মানা এলাকার আকাশে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে পাইলটরা জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন।

আঙ্কারায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার সঙ্গে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ (বাম থেকে দ্বিতীয়

পরে আঙ্কারা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে দুর্গম এলাকায় কেসিক্কাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ঘটনার পর তুরস্ক সাময়িকভাবে আঙ্কারার আকাশসীমা বন্ধ করে দেয় এবং উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা পর উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে।

এই দুর্ঘটনায় লিবিয়ার স্থলবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আল-ফাইতুরি গরাইবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাওয়ি, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওই দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব নিহত হন।

দুর্ঘটনার আগে লিবীয় প্রতিনিধি দলটি আঙ্কারায় তুরস্কের প্রতিরক্ষা ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এই সফরটি লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গে তুরস্কের চলমান সামরিক সহযোগিতার অংশ ছিল।

৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 

লিবিয়ার সরকার অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্য ও লিবিয়ান সশস্ত্র বাহিনীর সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তিন দিনের শোককালীন সময়ে সব সরকারি প্রতিষ্ঠান অর্ধনমিত পতাকা উত্তোলন করবে এবং সব ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠান ও উদযাপন স্থগিত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে, তিনি যেন তাদের আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সান্ত্বনা প্রদান করেন।

উল্লেখ্য, তুরস্কের পার্লামেন্ট লিবিয়ায় তুর্কি সেনা মোতায়েনের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদনের একদিন পর দুর্ঘটনাটি ঘটে

তুরস্ক ২০২০ সাল থেকে লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে। বিমান দুর্ঘটনার কারণ জানতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।#

পার্সটুডে/এমএআর/২৪