ইরান-পরিচিতি
ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ?
-
ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ?
পার্স টুডে - ইরান তার অনন্য ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক মানচিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
দক্ষিণ-পশ্চিম এশিয়ায় অবস্থিত ইরান ক্যাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরের সাথে সংযুক্ত হওয়ায় দেশটি পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য ও জ্বালানি যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু।
কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থান নামে পরিচিত এই অবস্থান ইরানকে এই অঞ্চল এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলেছে।
ইরানের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল মজুদ এবং দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদের অধিকারী হওয়ার পাশাপাশি দেশটি বিশ্বের অন্যতম প্রধান্ জ্বালানি কেন্দ্র হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী তেল রপ্তানির প্রধান রুট হিসেবে পারস্য উপসাগর এবং ওমান সাগর বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই রুটগুলো নিয়ন্ত্রণকারী দেশগুলোর অন্যতম হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে ইরানের গভীর প্রভাব রয়েছে।
ইরানের কৌশলগত সীমান্তও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি ইরাক, তুর্কিয়ে, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতিবেশী। এইসব প্রতিবেশী দেশ গোটা অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে, যার ফলে আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক লেনদেন ও যোগাযোগে ইরান হয়ে আছে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই সীমান্তগুলো আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্য ও মানব প্রবাহ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, ককেশাস এবং পারস্য উপসাগরের সংযোগস্থলে ইরানের কৌশলগত অবস্থান এটিকে পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতু করে তুলেছে। পারস্য উপসাগরের অংশ হরমুজ প্রণালী বিশ্বব্যাপী তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলির অন্যতম এবং ইরান এই রুট নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সামগ্রিকভাবে, ইরানের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান, প্রচুর প্রাকৃতিক সম্পদের পাশাপাশি দেশটিকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলেছে। #
পার্স টুডে/এমএএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।