ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৮:২৭ Asia/Dhaka
  • জ্ঞানবাপী মসজিদ: ইলাহাবাদ হাইকোর্টে ধাক্কা খেল মুসলিম পক্ষ

ভারতের উত্তর প্রদেশে জ্ঞানবাপী মসজিদ চত্বরে একটি বেসমেন্টে পুজো-অর্চনার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ধাক্কা খেয়েছে মসজিদ ব্যবস্থাপক কর্তৃপক্ষ। আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি জ্ঞানবাপী মসজিদের দেখাশোনা করে।

আজ (শুক্রবার) ইলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদের দক্ষিণের 'ব্যাস কা তহখানা' নামে পরিচিত বেসমেন্টে উপাসনার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে জ্ঞানবাপী মসজিদ কমিটির আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। ওই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ ফেব্রুয়ারি। আদালত রাজ্য সরকারকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর মসজিদের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়ে যে মামলা দায়ের করেছিলেন। 

জ্ঞানবাপী মসজিদ চত্বরেv একটি বেসমেন্টে পুজো-অর্চনা 

গত (বুধবার) বারাণসীর জেলা আদালত জ্ঞানবাপী মসজিদ চত্বরে একটি বেসমেন্টে পুজো-অর্চনার রায় দিয়েছিলেন। গতকাল (বৃহস্পতিবার) জেলা আদালতের নির্দেশকে ইলাহাবাদ হাই কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিল আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তার আগে, তারা বুধবার রাতে জরুরি বৈঠকের পরে মামলার দ্রুত শুনানির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে হাইকোর্টে যেতে বলা হয়। যদিও এরইমধ্যে ব্যাস কা তহখানা নামে একটি বেসমেন্টে শুরু হয় পুজো ও আরতি।  

হিন্দুত্ববাদী পক্ষের দাবি- একসময় তহখানায় থাকতেন সোমনাথ ব্যাস নামে এক পুরোহিত। তিনি সেখানে পূজার্চনাও করতেন বলে দাবি হিন্দুত্ববাদী আবেদনকারীদের। বুধবার বারাণসীর আদালত নির্দেশ দেয়, সাত দিনের মধ্যে খুলে দিতে হবে ব্যাস কা তহখানা। সেখানে হিন্দুদের জন্য পূজার্চনার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। আদালতের নির্দেশ আসার কয়েক ঘণ্টার মধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শুরু হয়ে যায় পুজো-অর্চনা।

জ্ঞানবাপী মসজিদ (ফাইল ফটো)

ওই ইস্যুতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ডাঃ সৈয়দ কাসিম রসূল ইলিয়াস বলেছেন, পরিকল্পনা করেই এসব হচ্ছে। তিনি এই মামলাটিকে অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিবাদের সাথে তুলনা করে বলেন, মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় যেভাবে বিতর্কিত স্থানে পুজো শুরু হয়েছিল। এ ক্ষেত্রেও তাই করা হয়েছে।

ওই ইস্যুতে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের রাজ্য সম্পাদক মুফতি আবদুল মাতিন মুসলিমদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং আইনের উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, আজ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জ্ঞানবাপী মসজিদে শান্তিপূর্ণভাবে জুমা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ কমপক্ষে দুই হাজার মুসুল্লি এসময়ে উপস্থিত ছিলেন। নামাজের পর প্রায় ৪৫ মিনিট ধরে বক্তব্য হয়। এতে দেশে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। নামাজ পড়তে যাওয়ার সময় আঞ্জুমানে ইন্তেজামিয়া মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইয়াসিন শান্তি বজায় রাখার আবেদন জানান। উদ্ভূত পরিস্থিতিতে জ্ঞানবাপী মসজিদ ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ভারী পুলিশ বাহিনী। গোটা এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।     

ট্যাগ