নভেম্বর ০৮, ২০২৩ ১২:৩৪ Asia/Dhaka
  • মোহাম্মদ ইসলামি
    মোহাম্মদ ইসলামি

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইসরাইলি হুমকির প্রতিবাদে বিশ্বব্যাপী নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য অমিখা ইলিয়াহু কয়েকদিন আগে বলেছেন: চলমান যুদ্ধে গাজায় পারমাণবিক বোমা নিক্ষেপ একটি বিকল্প হতে পারে। একইসঙ্গে তিনি গাজা এলাকায় কোনও মানবিক সহায়তা প্রবেশের বিরোধিতাও করেছেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন: ইহুদিবাদী ইসরাইলের এই মন্ত্রী ওই হুমকি দিয়ে আবারও স্বীকার করলেন তার দেশে পরমাণু অস্ত্র রয়েছে। ইসলামি বলেন: তার চেয়েও বড় কথা হলো, গাজার নিপীড়িত ও নিরীহ জনগণকে হুমকি দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক রীতি-নীতিসহ জাতিসংঘের সনদকে চ্যালেঞ্জ করা হয়েছে।

ইসলামী স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে জাতিসংঘের সময় এসেছে এই নির্লজ্জ কাজের বিরুদ্ধে নীরবতা ভঙ্গ করার এবং তাদের বিরুদ্ধে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার। কেননা ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন: এনপিটি চুক্তি অনুযায়ী আইএইএ'র মহাসচিবের দায়িত্ব হলো পশ্চিম এশিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করা। সুতরাং তাঁর উচিত জাতিসংঘ সনদ পরিপন্থী দখলদার ইসরাইলি ওই হুমকির পরিণতি সম্পর্কে নিরাপত্তা পরিষদে প্রতিবেদন পেশ করা।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ