ড্রেক ও কেন্ড্রিক দ্বন্দ্ব হতে দূরে থেকে ম্যাকক্লেমোর কেবল ফিলিস্তিনে যুদ্ধবিরতি চান
(last modified Sun, 12 May 2024 04:25:18 GMT )
মে ১২, ২০২৪ ১০:২৫ Asia/Dhaka
  • ড্রেক ও কেন্ড্রিক দ্বন্দ্ব হতে দূরে থেকে ম্যাকক্লেমোর কেবল ফিলিস্তিনে যুদ্ধবিরতি চান

মার্কিন র‍্যাপার ম্যাকক্লেমোরের ভিন্ন ধারার গানগুলি বিশ্বব্যাপী অসংখ্য দর্শক-শ্রোতার মন কেড়ে নিয়েছে। এখন পর্যন্ত কোটি কোটি দর্শক তার গানগুলো দেখেছেন এবং সামাজিক মাধ্যমগুলোতে তার র‍্যাপ গানগুলোতে লাখ লাখ লাইক পড়েছে।

মার্কিন র‍্যাপার ম্যাকক্লেমোরের আসল নাম বেঞ্জামিন হ্যামন্ড হ্যাগার্টি। তবে বিশ্বের সবাই তাকে ম্যাকক্লেমোর নামেই চেনে। তিনি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করে ‘হিন্দ হল’ নামের একটি গান প্রকাশ করেছেন। গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলায় নিহত ৬ বছর বয়সি শিশুকন্যা হিন্দ রজবকে উৎসর্গ করে তিনি গানটি তৈরি করেছেন। গানটি থেকে অর্জিত সমস্ত অর্থ তিনি আগেভাগেই জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা আনরোয়াকে দান করে দিয়েছেন।

গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যা বন্ধ করার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন দানা বেধে উঠেছে ম্যাকক্লেমোর তার প্রতি সমর্থন জানিয়েছেন। হিন্দ হল নামক র‍্যাপ গানটির ডিউরেশন মাত্র ৩ মিনিট। কিন্তু এই ৩ মিনিটে ম্যাকক্লেমোর জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন পুলিশের বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে যে প্রতিবাদ আন্দোলন চলছে তা শুরু হয়েছিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। ওই বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত হ্যামিল্টন হল দখল করে ছাত্ররা হিন্দ রজবের নামে হলটির নামকরণ করে হিন্দ হল। সেখান থেকে ম্যাকক্লেমোর তার র‍্যাপ গানটির নাম গ্রহণ করেছেন। গানটির ভিডিওতে গাজায় ইসরাইলি বিমান হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন পুলিশের তাণ্ডবের দৃশ্য সংযোজন করা হয়েছে।

গার্ডিয়ানের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত গাজাবাসীর পক্ষে ইসরাইল বিরোধী বিক্ষোভ জানাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই হাজারের বেশি শিক্ষার্থী আটক হয়েছেন।

ম্যাকক্লেমোর তার গানে মার্কিন সরকারের সেন্সরশিপ আরোপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “তুমি মেটাকে কিনতে পারবে কিন্তু আমাকে নয়। তুমি টিকটককে ব্যান্ড করতে পারবে, আমাকে অ্যালগরিদম থেকে মুছে ফেলতে পারবে, কিন্তু আমরা যা বোঝার বুঝে নিয়েছি। আমরা বাস্তবতা উপলব্ধি করেছি। ধ্বংসস্তুপ, বিধ্বস্ত ভবন এবং তোমরা যেসব নারী, পুরুষ ও শিশুদের হত্যা করেছ তাদের দেখে ফেলেছি।” এরপর তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, “তোমার হাত রক্তে রঞ্জিত, বাইডেন, আমরা সবকিছু দেখতে পাচ্ছি। বৃথা আশা করো না, আগামী শরতের নির্বাচনে আমরা তোমায় ভোট দেব না।”

ম্যাকক্লেমোর তার ৩ মিনিটের র‍্যাপ গানটিতে ‘হিপ হপ’ দুনিয়ার অন্য গায়কদেরও সমালোচনা করেছেন। যেসব গায়ক বিশ্বের চলমান ঘটনাপ্রবাহের ব্যাপারে নীরব তাদের সমালোচনা করে গানটিতে তিনি বলেন: “শিল্পীদের কী হয়েছে? তোমরা কেন কথা বলছ না? আমি যদি কারো ভাড়াটে হিসেবে কাজ করতাম তাহলে আজ আমাকে চাকুরিচ্যুত করা হতো। আমি আমার অন্তরের অন্তঃস্তল থেকে এই কথাগুলো লিখতে পেরে খুশি। আমি যুদ্ধবিরতি চাই। তোমরা কি পারবে নিজেদেরকে এভাবে বিপদের মুখে ফেলতে? তোমরা কি পারবে নিজেদেরকে উৎসর্গ করতে?”

মার্কিন র‍্যাপার ম্যাকক্লেমোরের ভিন্ন ধারার এই গানটি বিশ্বব্যাপী অসংখ্য দর্শক-শ্রোতার মন কেড়ে নিয়েছে। এখন পর্যন্ত কোটি কোটি দর্শক তার গানটি দেখেছেন এবং সামাজিক মাধ্যমগুলোতে তার এই র‍্যাপ গানে কয়েক মিলিয়ন লাইক পড়েছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১২

ট্যাগ