ইহুদিবাদ মুছে না যাওয়া পর্যন্ত কুদস বাহিনী হিজবুল্লাহর পাশে থাকবে
(last modified Fri, 01 Nov 2024 12:59:58 GMT )
নভেম্বর ০১, ২০২৪ ১৮:৫৯ Asia/Dhaka
  • ইহুদিবাদ মুছে না যাওয়া পর্যন্ত কুদস বাহিনী হিজবুল্লাহর পাশে থাকবে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মুছে না যাওয়া পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধাদের পাশে থাকবে কুদস ফোর্স।

হিজবুল্লাহ আন্দোলনের নতুন মহাসচিব হিসেবে শেখ নাঈম কাসেমকে নিয়োগ দেয়ার পর তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় এই অঙ্গীকার ব্যক্ত করেন জেনারেল কায়ানি। গত সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে ইহুদিবাদী ইসরাইল শহীদ করার পর শেখ নাঈম কাসেমকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। 

জেনারেল কায়ানি শেখ নাঈম কাসেমকে বলেন, আমি আপনাকে আশ্বস্ত করছি যে, আপনাদের কুদস ফোর্সের ভাইয়েরা আপনার এবং হিজবুল্লাহ যোদ্ধাদের পাশে থাকবে যতক্ষণ না ইহুদিবাদী ইসরাইল মুছে যায় এবং ফিলিস্তিন স্বাধীন হয়। 

অভিনন্দন বার্তায় জেনারেল কায়ানি হিজবুল্লাহর নতুন প্রধান এবং তার উত্তরসুরি সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের সাবেক প্রধান হাশেম সাফিউদ্দিনের আত্মত্যাগের ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় শহীদদের সংগ্রামের পথ অব্যাহত থাকবে এবং আপনার নেতৃত্বে তা আরো বেশি জোরদার ও গতিসম্পন্ন হবে।

১৯৯১ সাল থেকে শেখ নাঈম কাসেম হিজবুল্লাহর উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১

ট্যাগ