জাতিগত জনগণনা: ২১ বছর পর রাজনীতির পর স্বীকারোক্তি রাহুলের!
https://parstoday.ir/bn/news/event-i150690-জাতিগত_জনগণনা_২১_বছর_পর_রাজনীতির_পর_স্বীকারোক্তি_রাহুলের!
ভারতে জাতিগণনা নিয়ে নিজের ভুল প্রকাশ্যেই স্বীকার করে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ২০০৪ থেকে তিনি সক্রিয় রাজনীতিতে। অথচ ওবিসিদের দুঃখ-দুর্দশা বুঝতে তার দু’দশকের বেশি সময় লেগেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৬, ২০২৫ ১৫:২০ Asia/Dhaka
  • জাতিগত জনগণনা: ২১ বছর পর রাজনীতির পর স্বীকারোক্তি রাহুলের!

ভারতে জাতিগণনা নিয়ে নিজের ভুল প্রকাশ্যেই স্বীকার করে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ২০০৪ থেকে তিনি সক্রিয় রাজনীতিতে। অথচ ওবিসিদের দুঃখ-দুর্দশা বুঝতে তার দু’দশকের বেশি সময় লেগেছে।

গতকাল(শুক্রবার) দিল্লিতে তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ওবিসি সম্মেলনে মেনে নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।

দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ওবিসি সম্মেলনে রাহুল গান্ধী বলেন, '২০০৪ সাল থেকে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছি। কিন্তু সেই সময় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল। আমরা জাতিগণনা করাতে পারিনি। এটা কংগ্রেস বা সরকারের ত্রুটি নয়। আমার ত্রুটি। অনেক পরে বুঝতে পেরেছি। তাই দেরিতে হলেও সংশোধন করে নিচ্ছি।'

তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ‘ভাগীদারি ন্যায় সম্মেলনে রাহুল রাজনৈতিক ভুলের কথা অকপটে স্বীকার করে বলেন, '২১ বছর রাজনীতিতে আছি। যখন পিছনে তাকিয়ে রাজনৈতিক জীবনের আত্মবিশ্লেষণ করি তখন দেখতে পাই, সবচেয়ে বড় ভুল যা করেছি তা হল, ওবিসিদের স্বার্থরক্ষার জন্য যতটা কাজ করার প্রয়োজন ছিল, ততটা করতে পারিনি। ১০-১৫ বছর আগেও ওবিসিদের সমস্যাগুলি এত গভীরভাবে অনুধাবন করতে পারিনি।'

লোকসভার বিরোধী দলনেতার এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে রাহুলসহ গোটা কংগ্রেস জাতিগত জনগণনাকে হাতিয়ার করে ভোট ময়দানে নেমেছে। সেটা মূলত ওবিসি এবং তফসিলি ভোটারদের নিজেদের শিবিরে ভেড়ানোর চেষ্টা থেকেই। মোদি জমানায় উত্তর ভারতের ওবিসিরা মূলত বিজেপির ভোটব্যাঙ্ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই ভোটব্যাঙ্কেই থাবা বসাতে চাইছেন রাহুল। সম্ভবত সে কারণেই রাহুলের এই আত্মোপলব্ধি।#

পার্সটুডে/জিএআর/২৬