আরো হামলার অঙ্গীকার
ইসরাইলি লক্ষ্যবস্তুতে ৬টি ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বরতা এবং সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে।
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের একটি জোট আজ (শুক্রবার) তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে ইসরাইলি লক্ষ্যবস্তুতে ছয়টি ড্রোন হামলার দায় স্বীকার করেছে। ইরাকি যোদ্ধারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা অধিকৃত গোলান উপত্যকার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
এতে বলা হয়, ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের বিরুদ্ধে দখলদার ইসরাইল সরকার যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। ইরাকি জোট আরো বলেছে, তারা অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং সেগুলোকে ধ্বংস করতে থাকবে।
এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা পর অন্য এক বিবৃতিতে ইরাকি যোদ্ধারা জানায়, আজ তারা দ্বিতীয়বারের মতো অধিকৃত গোলানে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা করেছে।"#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১