অন্যায়ভাবে কনসুলেট বন্ধ
জার্মান কূটনীতিককে তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
তেহরানে নিযুক্ত জার্মানির চার্জ দ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যায়ভাবে জার্মানির ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ এবং মিউনিখ শহরে ইরানি কনসুলেট অফিস বন্ধ করে দেয়ার প্রতিবাদে ইরান এই পদক্ষেপ নিয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) শেষ বেলায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক বিভাগের পরিচালক জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেন। কনসুলেট অফিসগুলো বন্ধ করার ঘটনাকে ইরানের জনগণের প্রতি ‘ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি’ হিসেবে উল্লেখ করে তিনি জার্মান কূটনীতিকের কাছে কড়া প্রতিবাদ জানান।
ইরানের এ কর্মকর্তা বলেন, তিনটি শহরে ইরানি কনসুলেট অফিস বন্ধ করার বিষয়ে জার্মান সরকারের পদক্ষেপের কারণে ইরানের জনগণ ভিসাসহ বিভিন্ন রকমের সেবা থেকে বঞ্চিত হবে।
গত কয়েকদিন আগে ইরানি বংশোদ্ভুত জার্মান নাগরিক জামশেদ শারমাহাদকে সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড দেয় ইরান। এর প্রতিবাদে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়েরবক গতকাল ইরানের তিনটি কনসুলেট অফিস বন্ধ ঘোষণা করেন। এরপর ইরান জার্মানির চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করল।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১