বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে জোটের সিদ্ধান্ত: নাহিদ ইসলাম
https://parstoday.ir/bn/news/event-i155580-বৃহত্তর_ঐক্যের_স্বার্থে_আট_দলের_সঙ্গে_জোটের_সিদ্ধান্ত_নাহিদ_ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
(last modified 2025-12-28T15:00:46+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৫ ২০:৫৭ Asia/Dhaka
  • জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামসহ এনসিপি নেতৃবৃন্দ
    জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামসহ এনসিপি নেতৃবৃন্দ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

আজ (রোববার) রাতে দলের রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, "এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরো দুই দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম এই ৩ দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার মধ্য নিয়ে নির্বাচনি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তার শাহাদাতবরণের মধ্য দিয়ে দেখা গেল এদেশে আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনবাদী শক্তি এখনো সক্রিয়।"

আরও পড়ুনজামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিল এনসিপি-এলডিপি

তিনি বলেন, "গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে শক্তিকে পরাজিত করেছিলাম, তারা নানাভাবে চক্রান্ত করছে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। সংস্কার কার্যক্রম, বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। জুলাই প্রজন্মকে নিঃশেষ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে তারা। সেদিন ওসমান হাদিকে তারা গুলি করেছে, কাল আপনাকে, এরপর আমাকে গুলি করবে।"

নাহিদ ইসলাম বলেন, "সার্বিক পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের মনে হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের সঙ্গে আমরা নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছি। এটি কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য জোট নয়।"

এনসিপি আহ্বায়ক আরও বলেন,  "আমরা যে সংস্কার এবং বিচারের কথা বলে আসছি, আধিপত্যবাদ এবং দুর্নীতিবিরোধী যে আমাদের অবস্থান, সেটা রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে। যে আকাঙ্ক্ষায় আমাদের গণঅভ্যুত্থান, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা এই বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি।"

এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) জোটে যোগ দিয়েছে বলে ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।#

পার্সটুডে/এমএআর/২৮