ইহুদিবাদীদের বিমান হামলায় আল-কুসাইর শহরে নিহত ৫ 
(last modified Fri, 01 Nov 2024 11:11:22 GMT )
নভেম্বর ০১, ২০২৪ ১৭:১১ Asia/Dhaka
  • ইহুদিবাদীদের বিমান হামলায় আল-কুসাইর শহরে নিহত ৫ 

ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে সিরিয়ার হোমস প্রদেশের আল-কুসাইর শহরে অন্তত পাঁচজন সিরিয় নাগরিক নিহত হয়েছে। ইসরাইলি বিমান থেকে কুসাইর শহরের কয়েকটি ভবন ও স্থাপনায় হামলা চালানো হয়। 

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কুসাইর শহরের জিসর আদ-দাফ শিল্প এলাকায় গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি বিমান থেকে তিন দফা হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইসরাইলি হামলায় কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা করা হয়। 

যে সমস্ত লক্ষ্যবস্তুতে ইসরাইল হামলা চালিয়েছে ইহুদিবাদী সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। 

সিরিয়ার আল-ওয়াতান অনলাইন পত্রিকা কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ইহুদিবাদী আগ্রাসনে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। 

ইসরাইল যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে লাগাতার আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন একইসাথে সিরিয়াও হামলা চালাচ্ছে। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ লেলিয়ে দিয়ে ইসরাইল যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে ব্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়েছে ইহুদিবাদীরা।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১

ট্যাগ