লেবাননে স্থল অভিযান শুরুর পর এক হাজার ইসরাইলি সেনা হতাহত
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অভিযান বিষয়ক সেন্টার জানিয়েছে, দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের প্রায় এক হাজার সেনা হতাহত হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ সংগ্রামীদের অভিযানে এ পর্যন্ত ৯৫ জনেরও বেশি ইসরাইলি সেনা নিহত এবং ৯০০ জন আহত হয়েছে। এছাড়া ইসরাইলের ৪২টি মেরকাভা ট্যাংক, ৪টি সামরিক বুলডোজার, দু'টি হ্যামার, একটি সাঁজোয়া যান এবং একটি সেনাবাহী গাড়ি ধ্বংস হয়েছে।
প্রতিরোধ সংগ্রামীদের অভিযান কক্ষের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা তিনটি হার্মিস ৪৫০ ড্রোন এবং দু'টি হার্মিস ৯০০ ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
প্রতিরোধ যোদ্ধাদের বিবৃতিতে এ বিষয়টিও স্পষ্ট করা হয়েছে যে, বিবৃতিতে কেবলি স্থল যুদ্ধ ও লেবাননের ভেতরে ইসরাইলের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হয়েছে। এর বাইরে দখলদার ইসরাইলের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে বহু অভিযান পরিচালনা করা হয়েছে। ঐসব অভিযানে ইহুদিবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যাও অনেক। কিন্তু ঐসব হতাহত ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান এই বিবৃতিতে যুক্ত করা হয়নি।
গত ২৩ সেপ্টেম্বর থেকে ইহুদিবাদী ইসরাইল লেবাবনে বড় ধরণের হামলা চালিয়ে আসছে। এর ফলে হাজার হাজার বেসামরিক মানুষ শহীদ হয়েছেন।
ইসরাইলের এই গণহত্যার বিরুদ্ধে জবাব দিচ্ছে হিজবুল্লাহ তথা লেবাননের প্রতিরোধ সংগ্রামীরা।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।