নয়া অভিযান কাজে আসবে না, যুদ্ধটা আরও দীর্ঘমেয়াদি হবে: ইসরাইলি বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/west_asia-i149682-নয়া_অভিযান_কাজে_আসবে_না_যুদ্ধটা_আরও_দীর্ঘমেয়াদি_হবে_ইসরাইলি_বিশ্লেষক
পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের সামরিক বিশ্লেষক হেজি নেহামা বলেছেন, গাজায় সামরিক অভিযানের তীব্রতা বাড়ানোর কারণে যুদ্ধটা আরও দীর্ঘ সময় ধরে চলতেই থাকবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০২, ২০২৫ ১৯:২৬ Asia/Dhaka
  • হেজি নেহামা
    হেজি নেহামা

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের সামরিক বিশ্লেষক হেজি নেহামা বলেছেন, গাজায় সামরিক অভিযানের তীব্রতা বাড়ানোর কারণে যুদ্ধটা আরও দীর্ঘ সময় ধরে চলতেই থাকবে।

পার্সটুডে'র তথ্য বলছে- ইসরাইলের এই বিশ্লেষক রোববার এক প্রতিবেদনে গাজায় 'গিডিয়নের রথ' নামক ইসরাইলি সামরিক অভিযানের নানা দিক পর্যালোচনা করে বলেছেন, এই অভিযান হামাসের পরাজয় ঘটিয়ে আমাদের চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না।

তিনি বলেন, হামলা তীব্র করার পরিকল্পনায় ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত উপাদনের অভাব রয়েছে, এটি আসলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের একটা চেষ্টা মাত্র। 

তিনি আরও বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী বেশ কয়েকটি মানবিক সহায়তা বিতরণ কেন্দ্র স্থাপন করবে যেখানে ফিলিস্তিনি পরিবারের প্রতিনিধিরা যাবেন এবং আগামী সপ্তাহের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও মৌলিক পণ্যে খাদ্য সংগ্রহ করবেন। এরপর তারা যে এলাকা থেকে এসেছিল, সেখানে ফিরে যাবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে হামাস তা থেকে সুবিধা নেবে বলে তিনি মন্তব্য করেছেন।

হেজি নেহামা বলেন, মানবিক সাহায্য বিতরণ কেন্দ্র গাজা সমস্যার সমাধান এবং হামাসকে পরাজিত করার জন্য যথেষ্ট নয়।

তিনি বলেন, অনেকেই জানেন যে হামাসের জনপ্রিয়তা এবং শক্তির গাজার জনগণ। জনগণের মাঝে ঢুকে গিয়ে তারা কাজ সম্পন্ন করে। তার মতে, হামাসকে পরাজিত করার জন্য জনগণ এবং হামাসের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা প্রয়োজন।

‌ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, যদি ইসরাইল তার বর্তমান পথে চলতে থাকে এবং গাজায় যুদ্ধের পরিধি প্রসারিত করে, তাহলে তারা অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়বে। তারা হামাসকে পরাজিত করতে পারবে না এবং ইসরাইলি বন্দিদের মুক্ত করতেও সফল হবে না।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।